সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য রণবীর শো’ একমাত্র উপার্জনের পথ। বন্ধ হলে পথে বসতে হবে! এমনিতেই মা-বাবাকে নিয়ে ‘যৌনগন্ধী মন্তব্য’ করে খাল কেটে বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। বিগত কয়েক দিন ধরেই যার মাশুল গুনতে হচ্ছে তাঁকে। যার জেরে মাঝে তাঁর নিজস্ব শো-ও বন্ধ রাখতে হয়েছিল। সেই মর্মেই শীর্ষ আদালতের কাছে রণবীর এলাহাবাদিয়া আবেদন জানিয়েছিলেন, তাঁর শোয়ের উপর যেন নিষেধাজ্ঞা জারি না করা হয়। সোমবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন ইউটিউবার। নিজস্ব টক শো শুরু করার ছাড়পত্র পেলেন রণবীর এলাহাবাদিয়ার।
একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। যাবতীয় বিতর্কের মাঝেই রণবীরকে তাঁর টক শো শুরু করার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। তবে শর্তসাপেক্ষে। শর্ত হল, এলাহাবাদিয়াকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে তাঁর পডকাস্ট অনুষ্ঠানগুলিতে নৈতিকতা এবং শালীনতার কাঙ্ক্ষিত মান তিনি বজায় রাখবেন। যাতে যে কোনও বয়সের দর্শকরা তাঁর শো দেখতে পারেন। আদালতের তরফে জানানো হয়েছে যে, ২৮০ জন কর্মীর পেট, জীবিকা তাঁর অনুষ্ঠান সম্প্রচারের উপর নির্ভরশীল, সেই প্রেক্ষিতেই তাঁকে ‘দ্য রণবীর শো’ চালু করার অনুমতি দেওয়া হল।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের ওই বিতর্কিত পর্বে এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন ছোঁড়েন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?” শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের সাইজ জিজ্ঞেস করেন রণবীর। ইউটিউবারের এহেন কুৎসিত রসিকতায় তাজ্জব হয়ে যান সময় রায়নাও। যাঁর ডার্ক কমেডি শুনে কানে হাত দেন সকলে। সেই তিনিও রণবীর এলাহাবাদিয়াকে প্রশ্ন ছোঁড়েন, “আরে ভাই আজকে তোমার কী হয়েছে?”
এদিকে সংশ্লিষ্ট ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। রোগীর ছদ্মবেশে তাঁর মায়ের ক্লিনিকে ঢুকেও হামলা চালিয়েছে কিছু লোক। সেই ঘটনা জানিয়ে এলাহাবাদিয়ার মন্তব্য, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, বলুন! আমি এবং আমার টিম পুলিশকে যথাযথ সাহায্য করব বলেও জানিয়েছি।” তবে ক্ষমা চেয়েও নিস্তার মেলেনি। কটাক্ষের ঝড় এখনও বহাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.