Advertisement
Advertisement
Sayantika Banerjee

বাঁকুড়ায় গাড়ি দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা, ট্রমায় ভুগছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Sayantika Banerjee traumatized after accident on Bankura tour | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 12, 2021 7:01 pm
  • Updated:January 20, 2022 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় গাড়ি দুর্ঘটনা স্মৃতি এখনও ভুলতে পারছেন না অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।  ট্রমায় রয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন সায়ন্তিকার সঙ্গে থাকা অমিত কুমার দে। 

 

Advertisement

গত বৃহস্পতিবার যখন দুর্ঘটনাটি ঘটে সায়ন্তিকার সঙ্গেই ছিলেন অমিত। আর ছিলেন অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদকের ম্যানেজার রাহুল।  প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন সায়ন্তিকা। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। গত বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। ভোরেই রওনা দিয়েছিলেন। সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে।

 

[আরও পড়ুন: বিয়ের পরই কঙ্গনাকে বিশেষ উপহার পাঠালেন নবদম্পতি ভিক্যাট!]

দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। বাঁকুড়ার সার্কিট হাউসে ফিরে যান তিনি। অমিত জানান, বাঁকুড়া থেকেই চিকিৎসকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন সায়ন্তিকা। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে এবং বিশ্রাম নিতে বলা হয়েছে। এর জন্য একটু আচ্ছন্ন ভাবও রয়েছে। তা কেটে গেলেই কলকাতায় ফিরবেন অভিনেত্রী। কলকাতায় এতে শারীরিক পরীক্ষার পাশাপাশি ট্রমার জন্য বিশেষজ্ঞর পরামর্শও নেবেন অভিনেত্রী।  রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকা লেখেন, ‘হিলিং’ অর্থাৎ সুস্থ হচ্ছেন টলিপাড়ার তারকা। 

Sayantika story

দুর্ঘটনার পর বাঁকুড়া সার্কিট হাউস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সায়ন্তিকা। সেই সময় তিনি বলেন, ”এই দুর্ঘটনা খুব স্বাভাবিক নয়। ওই লরিটি পুলিশের গাড়িকেও ধাক্কা মেরে পালাতে চাইছিল। এত সাহস কোনও গাড়িরই হয় না সাধারণত।” ইতিমধ্যেই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হয়েছে। 

Sayantika Banerjee 2

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘কোনও পুরুষের প্রয়োজন নেই’, একান্ত সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে অকপট রচনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement