সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা বা সিরিজে অভিনয় করতে চান? কিংবা আপনার ছেলে বা মেয়েকে অভিনেতা হিসেবে দেখতে চান? সেই সুযোগ এনে দেবে টলিউডের জনপ্রিয় পরিচালক সায়ন্তন ঘোষাল! হ্যাঁ, সোশাল মিডিয়ায় এমনই এক বিজ্ঞাপন নাকি বেশ কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। এমনকী, এই বিজ্ঞাপনের মাধ্যমে অভিনেতা হওয়ার জন্য টাকাও চাওয়া হচ্ছে। আর বিশেষ করে মহিলাদের বলা হচ্ছে, কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ করলেই, সোজা সায়ন্তনের দেখা পাওয়া যাবে। সত্য়িই কী সায়ন্তন তাঁর নতুন প্রোজেক্টের জন্য কাস্টিং করছেন এভাবে?
এই ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে বেশি সংখ্যক মানুষ পড়ার আগে নিজেই এগিয়ে এলেন সায়ন্তন। সোশাল মিডিয়ায় এক সতর্কবার্তা পোস্ট করে সায়ন্তন লিখলেন, ”আমি জানতে পারলাম। এক ব্যক্তি আমার নাম ভাঙিয়ে একটা ভুয়ো কাস্টিংয়ের সুযোগের জানিয়েছেন। এমনকী, ভুয়ো এই কাস্টিংয়ের কথা বলে মানুষজনের কাছ থেকে টাকাও নিচ্ছে এবং প্রমিস করছে, তাঁদের ছেলেমেয়েদের অভিনয়ের সুযোগ করে দেবে।”
এই সতর্কবার্তায় সায়ন্তন আরও লিখলেন, ”আমি কাস্টিংয়ের জন্য কাউকে সরাসরি যোগাযোগ করিনি। কোনও অডিশন বা ইন্টারভিউ আমার দিক থেকে করা হয়নি বা হচ্ছে না। সোশাল মিডিয়াতেও এমন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আমি বা আমার টিম কোনওরকম কাস্টিংয়ের জন্য অর্থ দাবি করেনি বা করে না। সবার কাছে অনুরোধ, দয়া করে এই ভুয়ো অ্য়াকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।”
এর আগে দেবের প্রযোজনা সংস্থার নামেও ভুয়ো কাস্টিংয়ের খবর ছড়িয়ে পড়েছিল। তখনও সবাইকে সতর্ক করেছিলেন দেব। দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, ”বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘কিশমিশ’ সিনেমার কাস্টিং নিয়ে অনেকে পোস্ট করছেন, আমরা আপনাদের জানাতে চাই এমন পোস্টগুলি সম্পূর্ণ মিথ্যে এবং আপনারা কেউ এই মিথ্যে ফাঁদে পা দেবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.