Advertisement
Advertisement
Saurav Darshana Wedding

Saurav Darshana Wedding: শ্বশুরবাড়ি জিন্দাবাদ! হুডখোলা ভিন্টেজ গাড়িতে গৃহপ্রবেশ, বউ দর্শনার পা ছুঁয়ে প্রণাম সৌরভের

দেখুন সৌরভ-দর্শনার 'ভাত-কাপড়' অনুষ্ঠানের ভিডিও।

Saurav Darshana Wedding: Saurav Das returned home in vintage car with wife Darshana Banik, watch | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 17, 2023 4:56 pm
  • Updated:December 17, 2023 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘মন্টু পাইলট’ অর্থাৎ সৌরভ দাসের (Saurav Das) গলায় মালা দিয়েছেন দর্শনা বণিক (Darshana Banik)। ধুমধাম করে হয়েছে বিয়ের অনুষ্ঠান। দিন দুয়েক ধরেই সৌরভ-দর্শনার বিয়ের ছবি-ভিডিওয় ছয়লাপ সোশাল মিডিয়া। এবার নববধূর শ্বশুরবাড়ি প্রবেশের ফিল্মি ভিডিও প্রকাশ্যে এল।

টলিউডের ‘মন্টু পাইলট’-এর সঙ্গে ভিন্টেজ রোলস রয়্যাস গাড়িতে চড়ে রাতের কলকাতা ঘুরে নতুন বউমার গৃহপ্রবেশ হল সৌরভ দাসের বাড়িতে। অভিনেতা নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও। হুডখোলা গাড়িতে হিমেল হাওয়া গায়ে মেখে হাতে হাত নবদম্পতির। ঠিক যেন ফিল্মি দৃশ্য! স্বামীর কাঁধে নিশ্চিন্তে মাথা রেখে রাতের শহরে রোম্যান্টিক সফর সৌরভ-দর্শনার (Saurav Darshana Wedding)। আর সেই মুহূর্ত চাক্ষুষ করে অনুরাগীদের উন্মাদনার পারদ যেন আরও দ্বিগুণ চড়ল।

Advertisement

শনিবার নিয়মমতো সৌরভের বাড়িতে হয়ে গেল তারকাদম্পতির ভাত-কাপড়ের অনুষ্ঠান। পরনে লাল শাড়ি। হাতে শাঁখা-পলা। সিঁদুরে সিঁথিতে দর্শনা বণিক যেন একেবারে মিষ্টি বউমা। হাসি-ঠাট্টা করেই বউয়ের ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন সৌরভ। শুধু তাই নয়, বউয়ের পা ছুঁয়ে প্রণামও করতে দেখা গেল ‘মন্টু পাইলট’কে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।

[আরও পড়ুন: কাপুর-ভাট পরিবারের নয়নমণি রাহা, মেয়েকে কী বলে ডাকেন রণবীর-আলিয়া? প্রকাশ্যে মিষ্টি নাম]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

১৫ ডিসেম্বর, শুক্রবার গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হয়। শীতের বিয়েবাড়িতে সেজেগুজে হাজির হন টলিউড ইন্ডাস্ট্রির তারকাবন্ধুরা। নীল, তৃণা, ইশা, ঊষসী, সবস্যাচীদের পাশাপাশি দেখা যায় বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। শনিবার সন্ধেয় শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হয় নবপরিণীতা দর্শনার।

[আরও পড়ুন: ১০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় প্রকাশ রাজকে ক্লিনচিট ইডির, স্বস্তিতে অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement