Advertisement
Advertisement

Breaking News

Saurav Das

টলিউডে ফের বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধছেন সৌরভ ও দর্শনা

কবে বিয়ে?

Saurav Das and Darshana banik to get married in december| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 28, 2023 8:55 am
  • Updated:November 28, 2023 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই টলিপাড়া মুখর হয়ে উঠেছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ের খবরে। এদিন দুপুরবেলাই সই বিয়ে সেরেছেন পরম-পিয়া। সন্ধ্যায় জাঁকজমক পার্টিতে নজরও কেড়েছেন নবদম্পতি। অন্যদিকে, ঠিক এই সময়ই টলিপাড়ার আরেক জুটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সাত পাকে বাঁধা পড়ার। ব্যস, সঙ্গে সঙ্গে টলিউডে রটে গেল, আরও এক বিয়ের খবর। হ্যাঁ, বিয়ে করছেন ইন্ডাস্ট্রির ‘মন্টু পাইলট’ সৌরভ দাস ও মিষ্টি নায়িকা দর্শনা বণিক। সূত্রের খবর অনুযায়ী, ১৫ ডিসেম্বরে দর্শনার গলায় মালা দেবেন সৌরভ।

Advertisement

[আরও পড়ুন: মুক্তির আগেই কত টাকা আয় করল ‘অ্যানিম্যাল’? বক্স অফিস কাঁপাতে তৈরি রণবীর]

সৌরভ ও দর্শনার বিয়ের খবর প্রথম ফাঁস করেন এই জুটি খুব কাছের মানুষ পরিচালক সৌম্যজিৎ আদক। সৌম্যজিতের হাত ধরেই অল্প হলেও সত্যি ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দর্শনা ও সৌরভকে। পরিচালক তাঁর ফেসবুক প্রোফাইলে সৌরভ ও দর্শনার একটি ছবি পোস্ট করে লেখেন, ”আমার ভালোবাসার মানুষেরা , সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের , নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়।। সৌরভ দাদা র মত বোকে , চুমু খেয়ে আমাকে সাহস জোগায়।। কান্নাকাটি করেছি একসাথে , অনেক রাত একসাথে জেগে স্বপ্ন দেখে কাটিয়েছি , আজ নিজেকে ডিরেক্টর বলতে পারার পেছনেও ওর অবদান অনেক টা । আর দর্শনা সেই ৮ বছর আগে থেকে নিজের সব ভালো ও মন্দ আমাকে শোনায় , আর আমার সব ভুল কে ঠিক ভাবে , যাই করি আমার থেকে বেশি ও খুশি হয়।। আমার ভালোবাসার HEROINE। অনেক ভালোবাসা দুজনকে , পাশে ছিলাম, আছি ও থাকবো। এটা অল্প না অনেক টা সত্যি।”

প্রসঙ্গত, ২০১৭ সাল নাগাদ সৌরভ দাস এবং অনিন্দিতা বসুর মধ্যে প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। বহু বছর তাঁরা একসঙ্গেও থেকেছেন । ‘গুটি মল্লার’-এর শুটিং করতে গিয়েই প্রেমে পড়েছিলেন এই টলিজুটি। সম্পর্ক নিয়েও কোনও দিন রাখ ঢাক করেননি। তবে হঠাৎই সেই সম্পর্ক ভাঙে। তবে ওসব এখন অতীত। এখন সৌরভের মন জুড়ে পুরোটাই দর্শনা। 

তবে এই বিয়ে নিয়ে টলিপাড়া চর্চা শুরু করলেও, দর্শনা ও সৌরভ কিন্তু এখনও এই নিয়ে মুখ খোলেননি।

[আরও পড়ুন: পরমব্রতর বিয়েতে পাননি নিমন্ত্রণ, বন্ধুর নতুন জীবন নিয়ে কী বার্তা রুদ্রনীলের? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement