Advertisement
Advertisement

Breaking News

Satyam Bhattacharya

জানুয়ারিতেই ছাদনাতলায় ‘বল্লভপুরের রূপকথা’র ভূপতি! রোম্যান্টিক মেজাজে দিলেন সুখবর

কাকে মন দিলেন অভিনেতা?

Satyam Bhattacharya to tie knot soon | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 7, 2024 4:25 pm
  • Updated:January 8, 2024 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বল্লভপুরের রূপকথা’র ভূপতি হোক বা ‘রক্তবীজ’-এর নিশিকান্ত, সব কাল্পনিক চরিত্রেই বাস্তবের রং মিশিয়ে দেন সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। তবে নতুন বছরে তাঁর মনে ভিন্ন রং। এ রং প্রেমের। কারণ জানুয়ারি মাসেই ছাদনাতলায় যেতে চলেছেন অভিনেতা। পাত্রী বহুদিনের সঙ্গিনী শাশ্বতী সিংহ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satyam Bhattacharya (@satyatyam)

Advertisement

এ বছরের শুরুতেই একের পর এক বিয়ের খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বিয়ে সেরেছেন আরবাজ খান। ওদিকে উদয়পুরে মেয়ে ইরার আনুষ্ঠানিক বিয়ের তোড়জোড় করছেন আমির খান। টলিপাড়ার নবদম্পতির তালিকায় নাম লিখিয়েছেন পরমব্রত-পিয়া ও সৌরভ-দর্শনা। বাংলা টেলিভিশনের ‘উচ্ছেবাবু’ আদৃতেরও নাকি ‘ব্যাচেলর’ তকমা ঘুচতে চলেছে।

[আরও পড়ুন: বচ্চন পরিবারের ভাঙনের জল্পনার মাঝেই ছেলে-বউমার পাশে অমিতাভ, জয়া কোথায়?]

জানুয়ারিতেই বিয়ে করছেন ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়।
এই তালিকাতেই সত্যম নিজের নামটি তুলে ফেললেন। রবিবার রোম্যান্টিক মেজাজে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “আর মাত্র ১৫ দিন বাকি।” জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি সত্যম-শাশ্বতীর বিয়ে। প্রায় ১১ বছরের প্রেম দুজনের। বাড়ির বড়রাই বিয়ের দিন ঠিক করেছেন বলে খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saswati Sinha (@sinhataanke)

সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা জানান, বিয়ের ছুটি তাঁর শুরু হয়ে গিয়েছে। তবে শপিংয়ের পালা এখনও শেষ হয়নি। বাঙালি মতে মন্ত্র পড়েই বিয়ে করবেন সত্যম। মেনু এখনও চূড়ান্ত হয়নি। তবে বিরিয়ানি অবশ্যই থাকবে, এমনটাই আশ্বাস দিয়েছেন অভিনেতা।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা নবনীতা! সিরিয়ালের সেট থেকে ফাঁস খবর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement