Advertisement
Advertisement

Breaking News

Satyam Bhattacharya

আবির, মিমির সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার সত্যম ভট্টাচার্যের, কেমন ছিল ‘রক্তবীজ’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা?

সত্যমের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক নন্দিতা ও শিবপ্রসাদ।

Satyam Bhattacharya on raktabeej movie Shooting| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 16, 2023 10:12 am
  • Updated:September 16, 2023 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্য়ামেরার নেপথ্য়ে বহুদিন ছিলেন। তবে আজকাল ক্যামেরার সামনে তাঁর অভিনয় দেখে আপ্লুত দর্শক। ধীরে ধীরে টলিপাড়ার ব্য়স্ততম অভিনেতা হয়ে উঠেছেন সত্যম ভট্টাচার্য। আর এবার টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ‘রক্তবীজ’ ছবিতে দেখা যাবে সত্যমকে। আবির, মিমির সঙ্গে শুটিং করে অভিজ্ঞতা শেয়ার করলেন সত্যম।

সত্য়ম জানালেন, “আবিরদার হাতে প্রপ তুলে দেওয়া বা মিমিকে শট রেডি হয়ে গেলে ফ্লোরে এ নিয়ে যাওয়া। এ.ডি. জীবনে এই দুই কাজ আমি করেছি। কিন্তু রক্তবীজের শুটিং-এ বসে আড্ডা মেরেছি। সে এক অন্যরকম ভালোলাগা।” ফেসবুক পেজে এমনটাই লিখেছিলেন সত্যম।

Advertisement

সত্যমের কথায়, “এই রুপোলি দুনিয়ার চকচকে আলোতে অনেক সময় চোখ ধাঁধিয়ে অন্ধকার দেখেছি এবং সেই সময়ে সাহস করে দেখা স্বপ্নগুলো কেও নিজের চোখের সামনে ভাঙতে দেখেছি। কিন্তু যখন নিজের কাজ এবং নিজের বিশ্বাসের দ্বারা মানুষের মন জয় করেছি এবং এত গুণী পরিচালকদের নজরে পড়েছি তখন সত্যি মনে হয় যে জীবনে সেই অন্ধকার দিনগুলো না দেখলে এই আলোর মর্যাদা করতে পারতাম না।”

[আরও পড়ুন: ‘রাষ্ট্রবাদ মানেটা কী?’ নাসিরউদ্দিন শাহর বিতর্কিত মন্তব্যের পালটা দিলেন নানা পাটেকর]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satyam Bhattacharya (@satyatyam)

১৭-ই মার্চ ছিল সত্যম ভট্টাচার্যের জন্মদিন, এবং তারই সঙ্গে ছিল তার শুটিং। সেদিনের লোকেশন ছিল বিলকুলাই রাজবাড়ী। সকাল থেকেই হৈ হৈ করে শুটিং শুরু হয়ে যায়। সত্যম জানান, ” কাজের ফাঁকে হঠাৎ করেই নন্দিতা দি এবং শিবুদা একটি বড় কেক নিয়ে আসে আমার সামনে এবং সেটে থাকা সবাই একসঙ্গে আমার জন্মদিন উদযাপন ওই মুহূর্তটা আমি এখনও ভুলতে পারিনি, নন্দিতা দি ও শিবুদা অত্যন্ত বড় পরিচালক এবং অত্যন্ত বিখ্যাত দুই পরিচালক কিন্তু সেদিন বুঝেছিলাম তাঁদের হৃদয় তার থেকেও বড়। শুধু তাই নয় আমার যদি কোনও সংলাপ বা কোনও দৃশ্য বুঝতে অসুবিধা হতো, নন্দিতাদি বা শিবুদা আমাকে এসে ভালোভাবে বুঝিয়ে তারপর শুটিংয়ের জন্য ডাকতো। এই স্নেহ আর ভালোবাসা সত্যিই ভোলা যায় না।”

সত্য়মের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক নন্দিতা ও শিবপ্রসাদ। নন্দিতা রায়ের কথায়, “সত্যমের মতো অভিনেতাদের নির্দেশনা করাও এক স্বপ্নপূরণের চেয়ে কম নয়, তাঁর কাজের প্রতি একাগ্রতা এবং শৃঙ্খলা বোধ দেখে প্রত্যেকটি মুহূর্তে আমি আর শিবু মুগ্ধ হয়েছি, এমনকি বিভিন্ন শটের মাঝে যখন বিরতি নেওয়া হত তখন সত্যম স্ক্রিপ্ট নিয়ে মন দিয়ে তার পরের সিনের কি কি সংলাপ আছে তা নিয়ে আমার সাথে এবং শিবুর সাথে বসে আলোচনা করত।”

‘রক্তবীজ’ ছবিতে সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে একেবারে অন্য অবতারে। পুজোতে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ছবি ‘রক্তবীজ’।

[আরও পড়ুন: ‘ভয় পেয়ে মৃণালদাকে মিথ্যে বলেছিলাম’, একান্ত সাক্ষাৎকারে অকপট কৌশিক গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement