Advertisement
Advertisement

Breaking News

সত্যজিতের নাতি সৌরদীপের জমজমাট রিসেপশন, টলিপাড়া থেকে এলেন কারা?

১২ বছরের প্রেম পর্ব কাটিয়ে এবার সংসারে পা দিলেন সৌরদীপ ও শ্রীজাতা।

Satyajit rays grandson souradip Ray| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 2, 2024 9:16 am
  • Updated:March 2, 2024 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই চুপিসাড়ে বিয়ে সেরেছেন সত্যজিৎ রায়ের নাতি তথা পরিচালক সন্দীপ রায়ের ছেলে সৌরদীপ। শুক্রবার হয়ে গেল রিসেপশন। কলকাতার এক ক্লাবে রায় পরিবারের বধূবরণ অনুষ্ঠানে দেখা মিলল টলিপাড়ার জনপ্রিয় মুখদের। সৌরদীপের রিসেপশনে হাজির হলেন সন্দীপ রায়ের ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল ও অনীক দত্তর মতো ব্যক্তিত্বরা।

সৌরদীপ বরাবরই তাঁর বিয়েকে গোপন রাখতে চেয়েছিলেন। তাই সত্যজিতের নাতির বিয়েতে নিমন্ত্রিত ছিলেন পরিবারের নিকট আত্মীয়রাই। ইন্ডাস্ট্রির কেউই নিমন্ত্রণ পাননি সৌরদীপের বিয়েতে।

Advertisement
ছবি সৌজন্যে- ফেসবুক

[আরও পড়ুন: TRP তালিকায় আবারও সেরা ‘জগদ্ধাত্রী’, আগামীতে এই ধারাবাহিকে কী হতে চলেছে?]

সৌরদীপ এক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ‘বিয়ের অনুষ্ঠানকে একেবারেই ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। তাই কাউকেই জানাইনি।’

সৌরদীপের স্ত্রী শ্রীজাতা বেহালায় থাকেন। একটি রেডিও চ্যানেলে কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর প্রেম শুরু। ১২ বছরের প্রেম পর্ব কাটিয়ে এবার সংসারে পা দিলেন সৌরদীপ ও শ্রীজাতা।

ছবি সৌজন্যে- ফেসবুক

বাবা সন্দীপ রায়ের ‘ও এল ডোরাডো’, ‘বাদশাহী আংটি’, ‘চার’, ছবিতে সহকারী ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে।

[আরও পড়ুন: লোকসভায় দিদির চমক ‘দিদি নম্বর ১’ রচনা! ভোটে প্রার্থী হচ্ছেন? মুখ খুললেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement