Advertisement
Advertisement
Parambrata Piya

পরমব্রত-পিয়ার সুরেলা যুগলবন্দি, গানেই ‘গোপন কথা’ বললেন তারকা দম্পতি, দেখুন ভিডিও

এমন গান শোনা যায় 'বারে বারে'।

Saturday night jam session of Parambrata Chattopadhyay and Piya Chakraborty, see video

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:March 31, 2024 10:13 am
  • Updated:March 31, 2024 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকএন্ড যার যার, আনন্দ সবার। কেউ পার্টি করতে ভালোবাসেন, কেউ চুটিয়ে আড্ডা দিতে চান। কারও আবার জিভে জল আনা সুস্বাদু খাবার চাই। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও পিয়া চক্রবর্তীর উইকএন্ড কাটে কেমনে? তারকা দম্পতি নিজেরাই শেয়ার করে জানিয়ে দিলেন ‘গোপন কথা’টি। যা শোনা যায় ‘বারে বারে’।

Parambrata-Piya
ফাইল চিত্র

গানেই মন পরম-পিয়ার। তাই তো শনিবারের রাতে গিটার হাতে বসে পড়েছিলেন পরমব্রত। পাশে ছিলেন পিয়া (Piya Chakraborty)। ‘ওয়ান, টু, থ্রি, ফোর…’, এই নির্দেশিকা দিয়েই গিটার বাজাতে শুরু করেন অভিনেতা-পরিচালক। স্বামীর গিটারের সুরে সুর মিলিয়েই গান ধরেন পিয়া। ‘আমি কান পেতে রই…’, এই গানেই মুগ্ধ করলেন তিনি। ভিডিও শেয়ার করে পরমব্রত লিখলেন, “ঠিক এমনই আমাদের শনিবারের রাতের জ্যাম সেশন।”

Advertisement

[আরও পড়ুন: লাইভ কনসার্টে জীবনের পাঠ দিলেন হানি সিং, ‘মদ খাও, কিন্তু এটা কোরো না’, আর্জি গায়কের]

গত বছরের নভেম্বর মাসে রেজিস্ট্রি করে বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সেই সময় সোশাল মিডিয়ায় তুমল ট্রোলের শিকার হয়েছিলেন তারকা দম্পতি। পরমব্রতর কপালে জুটেছিল ‘বউ চোর’ -এর তকমা। কারণ পিয়া এর আগে অনুপম রায়কে বিয়ে করেছিলেন। ২০২১ সালে দুজন বিচ্ছেদ ঘোষণা করেছিলেন।

অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা সময় একাই কাটিয়েছেন পিয়া। ২০২৩ সালের শেষে আচমকাই পরমব্রতর সঙ্গে তাঁর বিয়ের খবর শোনা যায়। রটনা অল্প সময়েই ঘটনায় পরিণত হয়।  সোশাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন পরমব্রত ও পিয়া।  তারকা দম্পতিকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

[আরও পড়ুন: ভুবন বাদ্যকর, রাণু মণ্ডলদের মতো ভাইরাল শিল্পীরা টেকে না! জিতের কথায় বিরোধিতার সুর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement