Advertisement
Advertisement
Sara Shubman

গাড়িতে কে? শুভমানের বাড়ির কেউ? পাপারাজ্জি দেখেই মুখ লুকোলেন শচীনকন্যা সারা

সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারার এই ভিডিও।

Sara Tendulkar's late-night outing with Shubman Gill's sister Shahneel Gill amid dating rumors
Published by: Suparna Majumder
  • Posted:January 21, 2024 12:01 pm
  • Updated:January 21, 2024 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীনকন্যা সারা তেণ্ডুলকর (Sara Tendulkar) ও ক্রিকেটার শুভমান গিলের প্রেমের জল্পনায় সরগরম সোশাল মিডিয়া। তাতে ঘৃতাহুতি পড়ল সাম্প্রতিক এক ভিডিওয়। যাতে শুভমানের পরিবারের সদস্যের সঙ্গে দেখা গিয়েছে সারাকে।

Sara-tend
কে এই তরুণী? শুভমানের আদরের বোন শাহনীল গিল (Shahneel Gill)। হ্যাঁ, তাঁর সঙ্গেই সারাকে সময় কাটাতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে, রবিবার ভোররাতে এক পার্টি থেকে একসঙ্গে বেরোচ্ছিলেন দুজন। সারার পরনে ছিল কালো পোশাক। শাহনীর পরেছিলেন ধূসর রঙের টপ। তার সঙ্গে ম্যাচিং করা মাস্কও পরেছিলেন তিনি। কিন্তু সারার মুখে কোনও মাস্ক ছিল না। পাপারাজ্জিকে দেখেই মুখ লুকিয়ে ফেলেন সারা।

Advertisement

[আরও পড়ুন: ফ্যানের নামে বিকৃতি! রশ্মিকার ডিপফেক ভিডিওর মূলচক্রীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস]

হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছিলেন শচীনকন্যা। তবে ততক্ষণে ক্যামেরায় তিনি ধরা পড়ে গিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারার এই ভিডিও। যা দেখে নেটিজেনদের একাংশের মত, শুভমানের পরিবারের সদস্যদেরও তাহলে সারাকে বেশ পছন্দ!

 


বহু দিন ধরেই সারার সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে আবার সইফকন্যা সারা আলি খানের সঙ্গেও তরুণ ক্রিকেটারের নাম জড়িয়েছে। তবে সে জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে। বরং শচীনকন্যার সঙ্গে শুভমানের ঘনিষ্ঠতার রটনা আরও তীব্র হয়েছে। গত বছরের নভেম্বর মাসে আম্বানিদের পার্টি থেকে সারা-শুভমানকে একসঙ্গে বের হতে দেখা গিয়েছিল। আবার বিশ্বকাপে যখন শুভমান ফিল্ডে নামতেন, গ্যালারি ‘সারা সারা’ রবও শোনা গিয়েছে।

[আরও পড়ুন: ফের হলিউডে দীপিকা! এবার কী করতে চলেছেন বলিউডের ‘ফাইটার’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement