Advertisement
Advertisement

Breaking News

Sara Shubman

আম্বানিদের অনুষ্ঠানে এক ফ্রেমে সারা-শুভমান, ক্যামেরা দেখেই আড়াল খুঁজলেন ক্রিকেটার

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

Sara Tendulkar and Shubman Gill spotted at Jio event | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 1, 2023 10:21 am
  • Updated:November 1, 2023 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন প্রতিভাবান ক্রিকেটার। আরেকজন কিংবদন্তি ক্রিকেটারের মেয়ে। শচীনকন্যা সারা তেণ্ডুলকরের সঙ্গে শুভমান গিলের (Shubman Gill) প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। সেই জল্পনায় ঘৃতাহুতি পড়ল আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে। সেখানেই এক ফ্রেমে ধরা পড়লেন সারা-শুভমান।

Sara-Shubman

Advertisement

মঙ্গলবার আম্বানিদের এই অনুষ্ঠান ছিল। মুম্বইয়ের যাবতীয় গ্ল্যামার যেন সেখানেই উপচে পড়েছিল। নানা সাজে এসে ক্যামেরার সামনে পোজ দেন তারকারা। শুভমান গিল ও সারা তেণ্ডুলকরও (Sara Tendulkar) নিমন্ত্রিত ছিলেন। লাল ড্রেস পরে গিয়েছিলেন সারা। শুভমানের পরনে ছিল কালো পোশাক। একসঙ্গেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছিলেন দুজন। আচমকা শুভমানের নজরে পড়ে পাপারাজ্জির ক্যামেরা। সঙ্গে সঙ্গে ঘুরে যান ক্রিকেটার। খুঁজতে থাকেন আড়াল।

[আরও পড়ুন: কনসার্টের মাঝে ইন্দিরা গান্ধীর হত্যার সমর্থন! গায়ক শুভকে তোপ কঙ্গনার]

প্রথমে সারা বুঝতে পারেননি বিষয়টি। তার পর শুভমানের কাছ থেকেই হয়তো ক্যামেরাবন্দি হওয়ার খবর পান। তিনিও থমকে যান। হয়তো খানিকটা বিরক্ত হন। তবে শুভমান-সারা যতই লুকনোর চেষ্টা করুন না কেন, সোশাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

উল্লেখ্য, বহু দিন ধরেই সারার সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে আবার সইফকন্যা সারা আলি খানের সঙ্গেও তরুণ ক্রিকেটারের নাম জড়িয়েছে। তবে সে জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে। বরং শচীনকন্যার সঙ্গে শুভমানের ঘনিষ্ঠতার রটনা আরও তীব্র হয়েছে। আর তা ঘটনা হওয়ার আশাই করছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে যায়…’, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement