Advertisement
Advertisement

Breaking News

সারা আলি খান

অটোয় চড়ে গেলেন কোথায় নবাবনন্দিনী? জুহুতে সারাকে দেখে অবাক অনুরাগীরা

ব্যাপারটা কী?

Sara Ali Khan took a ride to auto in Juhu,Mumbai
Published by: Sucheta Sengupta
  • Posted:April 26, 2019 8:09 pm
  • Updated:April 26, 2019 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দামি, ব্র্যান্ডেড পোশাক, বিলাসবহুল গাড়ি, সোনার বরনে প্রসাধনের ছোঁয়াচ – এসব কই? আজ যেন সব সেলিব্রিটি ইমেজ ভেঙে বেরিয়ে এল ঘরের মেয়েটি৷ মু্ম্বইয়ের কেন্দ্রস্থলে নবাবনন্দিনীকে এ কী বেশে দেখা গেল! ছিমছাম পোশাক, খোলা চুল, পায়ে স্নিকার পরে অটোয় উঠলেন তিনি৷ সঙ্গে এক বন্ধু৷ কী, এখনও বুঝলেন না কার কথা হচ্ছে? বলছি সারা আলি খানের কথা৷ সম্প্রতি তাঁকে এই রূপে দেখা গেল জুহুতে৷ কিন্তু ব্যাপারটা কী?

[আরও পড়ুন : রাজনীতিতে ফের তারকা যোগ, বিজেপিতে নাম লেখালেন দালের মেহেন্দি]

sara-auto

Advertisement

সেলিব্রিটি বাবার সংস্পর্শ খুব একটা পাননি৷ কিন্তু খানদান পরিবারের সন্তান হওয়ায় বেড়ে ওঠার মধ্যে যেমন বিলাসিতা ছিল, তেমন কড়া শাসনও ছিল৷ মা, ঠাকুমাদের কাছে বেশ আদরের ছিলেন৷ আঠেরো পেরোতেই বাবার পেশা বেছে নিয়েছে সইফ আলি খান – অমৃতা সিংয়ের কন্যা সারা৷ চেহারায় পতৌদি পরিবারের আভিজাত্যের ছাপ তো আছেই৷ সেইসঙ্গে সত্ত্বায় ঢুকে গিয়েছিল বাবা, মা, ঠাকুমার অভিনয়ের জিন৷ দু’য়ে মিলে ১৮ বছর হতেই নেমে পড়েছিলেন বলিউডে৷ ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ডেবিউ৷ তারপরই রণবীর সিংয়ের মতো নামীদামী অভিনেতার সঙ্গে ‘সিম্বা’য় স্ক্রিন শেয়ার৷ বলিউডে আবির্ভাবেই বেশ সাড়া ফেলেছিলেন সারা আলি খান৷ বুঝিয়ে দিয়েছিলেন, অভিনয় তাঁর রক্তে৷ আর রূপ তাঁর গড়নেরই অবিচ্ছেদ্য অংশ৷

[আরও পড়ুন : ভোটযুদ্ধে এগোলেন আরও একধাপ, মনোনয়ন জমা মিমির]

তো এই মেয়ে নিজের গাড়ি ছেড়ে অটোয় কেন? নতুন কোনও ছবির শুটিং নাকি বিজ্ঞাপন? বি-টাউনে কান পেতে শোনা গেল, নাঃ, ব্যাপারটা তেমন কিছু না৷ নবাবনন্দিনীর হঠাৎ ইচ্ছে হয়েছে, মুম্বইয়ের রাস্তাঘাটে একটু ঘুরবেন, ফিরবেন৷ তাই জিমে যাওয়ার সময় বান্ধবীর হাত ধরে উঠে পড়লেন অটোয়৷ পরনে খুব সাধারণ পোশাক৷ আকাশি টি-শার্ট, কালো শর্টস, পায়ে আকাশি স্নিকার্স৷ খোলা চুল৷ কাঁধে গোলাপি ব্যাগ, হাতে মোবাইল৷ রাস্তায় তাঁকে দেখা মাত্রই ঘিরে ধরলেন অনুরাগীরা৷ সারা তাতে মোটেই বিরক্ত হলেন না৷ বরং হাসিমুখে পোজ দিয়ে ছবি তুললেন৷ দিলখুশ ফ্যানদেরও৷ তবে নিন্দুকরা বলছেন, বলিউডে সদ্য পা দেওয়া সইফকন্যা আসলে জল মাপতে চাইলেন৷ বুঝতে চাইলেন, পথেঘাটে তিনি ঠিক কতটা জনপ্রিয়৷ তা কারণ যাইই হোক, জেন ওয়াইয়ের সেলিব্রিটি সারার এই ভূমিকা কিন্তু মন মাতিয়েছে অনুরাগীদের৷  

sara-auto

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement