Advertisement
Advertisement

Breaking News

Saif Sara

বাবা কেন জেলে? সইফের পিছনে ছুটলেন মেয়ে সারা আলি খান

আচমকাই কী হল পতৌদি পরিবারে?

Sara Ali Khan Takes On Jailor Role As Dad Saif Ali Khan Plays Prisoner | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 24, 2023 4:07 pm
  • Updated:June 24, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আদিপুরুষ’-এ রাবণের ভূমিকায় অভিনয় করে এমনিতেই নেটপাড়ায় কম গালমন্দ শুনতে হচ্ছে না সইফ আলি খানকে। আর এর মধ্যেই কিনা জেলে যেতে হল অভিনেতাকে! এদিকে বাবা পিছন পিছন ছুটলেন মেয়ে সারা আলি খান!… হলটা কী আচমকাই?

পুরোটাই অবশ্য রিল লাইফে। বাবার সঙ্গে প্রথমবার অভিনয়ে সারা। কোনও সিনেমা অবশ্য নয়। নতুন বিজ্ঞাপনের জন্যই সারা-সইফের এমন চমক। যেখানে আসামীর ভূমিকায় দেখা যাবে সইফকে। আর পুলিশের ভূমিকায় থাকছেন সারা আলি খান।

Advertisement

এপ্রসঙ্গে সইফ জানান, “হ্য়াঁ আমরা একসঙ্গে বিজ্ঞাপনের শুট করেছি। একটা ইনসুরেন্স কোম্পানি জন্য। আর আমার মনে হয়, দুজনকেই ভাল লাগছে।”

চলতি সপ্তাহের গোডা়র দিকে এই বিজ্ঞাপনের শুটিং সেরেছেন বাবা-মেয়ে। ইনসুরেন্স কোম্পানির বিজ্ঞাপন। সেখান থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে সইফকে দেখা গেল সাদা-কালো চেকে আসামীর পোশাকে। আর খাকি পোশাকে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে সারা আলি খান।

[আরও পড়ুন: অডিশন দিয়েও ‘ভোকাট্টা’ ভিকি কৌশল! তবে স্ত্রী ক্যাটরিনাকে ফেরালেন না শাহরুখ]

Saif and Sara from the sets of an ad shoot a few days ago
by u/Complete-Sweet5222 in BollyBlindsNGossip

প্রসঙ্গত, সম্প্রতি সারা আলি খান অভিনীত ‘জরা হাটকে জরা বাঁচকে’ মুক্তি পেয়েছে। এদিকে সইফের ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের ঝড়। সিনেমার প্রচারে যদিও তাঁকে দেখা যায়নি, তবে ‘আদিপুরুষ’ নিয়ে নিন্দার ঝড় থেকে কিন্তু রেহাই পাননি ‘বলিউডের নবাব’।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’ নিয়ে দেশে লঙ্কাকাণ্ড, বক্সঅফিসেও মন্দা, মুখ লুকোতে লন্ডনে ‘রাবণ’ সইফ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement