সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বেশ খোশমেজাজেই থাকেন। ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজও দেন। দুই হাত জোড় করে বলেন ‘নমস্তে’। কিন্তু আচমকাই মন্দিরের বাইরে পাপারাজ্জি দেখে নবাবি মেজাজে বিরক্তি প্রকাশ করলেন সারা আলি খান (Sara Ali Khan)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। বাবা ও মায়ের দুই ধর্মই পালন করেন তিনি। সুযোগ পেলেই মন্দিরে গিয়ে পুজো দেন। সম্প্রতি মুম্বইয়ের একটি মন্দিরের বাইরে সারাকে দেখা যায়। সেখানকার দুস্থ মানুষদের খাবার বিলি করছিলেন তিনি। আর সেই দৃশ্য ফ্রেমবন্দি করছিলেন পাপারাজ্জিরা। তা দেখেই মেজাজ হারান সারা।
View this post on Instagram
যে সারার মুখে সারাক্ষণ হাসি থাকে, সেই সারার মুখেই ছিল প্রবল বিরক্তি। রেগে গিয়ে অভিনেত্রী বলেন, “প্লিজ করবেন না। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গেছি। আপনারা দয়া করে এরকম করবেন না। প্লিজ!” কিন্তু কে কার কখা শোনে! ফটোশিকারিরা এমন কথা শোনার পাত্রও নন। তাঁরা ভিডিও রেকর্ড করতেই থাকেন। শেষে সারা এড়িয়ে যাওয়ার পথই বেছে নেন।
View this post on Instagram
চলতি বছরে সারার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘মার্ডার মুবারক’, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’। এই দুটিই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আগামীতে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। বিপরীতে থাকছেন আদিত্য রায়কাপুর। এছাড়াও ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের, কঙ্কনা সেনশর্মা, কে কে মেনন, নীনা গুপ্ত, আলি ফজল, ফতিমা সানা শেখকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.