Advertisement
Advertisement

Breaking News

হেলমেট ছাড়া বাইকে সওয়ার, নেটদুনিয়ায় সমালোচিত সারা

কী বলছেন সারার অনুরাগীরা?

Sara Ali Khan gets trolled for not wearing helmet
Published by: Sayani Sen
  • Posted:March 18, 2019 5:01 pm
  • Updated:March 18, 2019 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বি-টাউন কাঁপাচ্ছেন সারা আলি খান৷ তাঁর অনুরাগীর সংখ্যাও দিন দিন বাড়ছে৷ অভিনয়ের জন্য সুখ্যাতিও কুড়িয়েছেন তিনি৷ কিন্তু তারই মাঝে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হলেন সইফকন্যা৷

[এবার পর্দায় শাইনি আহুজার বায়োপিক!]

সম্প্রতি সারার একটি ছবি তাঁর ফ্যান পেজে প্রথম দেখা যায়৷ ওই ছবিতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে বাইকে বসে রয়েছেন সারা৷ কার্তিক পরেছিলেন একটি নীল শার্ট, তাঁর মাথায় হেলমেট৷ সারার পরনে একটি ন্যুড রঙের পোশাক৷ বাইকে বসে থাকলেও, হেলমেট নেই অভিনেত্রীর মাথায়৷ ফ্যান পেজের তরফে শেয়ার করা এই ছবিটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ বরং বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সারার প্রায় মেক-আপহীন লুক ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ কিন্তু এই সুন্দর ছবি নিয়েই দানা বেঁধেছে বিতর্ক৷ একজন শিক্ষিত মহিলা হয়েও কীভাবে সারা বাইকের পিছনে হেলমেট ছাড়া বসে রইলেন, সে প্রশ্ন তুলেছেন অনেকেই৷ আবার কেউ কেউ বলছেন, দুর্ঘটনা থেকে রেহাই পেতে সব সময় হেলমেট ব্যবহার করতে বলা হয়৷ সেক্ষেত্রে কীভাবে নায়িকা এমন ভয়ংকর কাণ্ড ঘটালেন? তাঁর দুর্ঘটনা হলে ভাল ছবি করবেন কে? আবার কেউ কেউ তো এ বিষয়ে সারাকে পরামর্শ দিতেও ছাড়েননি৷ সব সময় হেলমেট ব্যবহার করা উচিত বলেও পরামর্শ তাঁদের৷

Advertisement

[‘ইন্ডাস্ট্রি সেভাবে চিন্ময়কে আবিষ্কার করতে পারেনি’, শোকজ্ঞাপন সৌমিত্রর]

অবশেষে যদিও ফ্যান পেজেরই এক সদস্য মুখ খুলে এই বিতর্কে ইতি টানেন৷ তিনি ফাঁস করেন সারার ভাইরাল ছবির নেপথ্য কাহিনি৷ আসলে সারা-কার্তিকের যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ‘লাভ আজ কাল ২’-এর দৃশ্য৷ আপাতত এই ছবির শুটিংয়েই ব্যস্ত সারা৷ ওই ফ্যান আরও জানান যে, বাইকে চড়ে যাতায়াতের ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক৷ তবে বাইকে বসে কার্তিকের সঙ্গে গল্প করার জন্য হেলমেটের কোনও প্রয়োজনীয়তা নেই৷ সারার অনুরাগীর এই জবাবের পর যদিও সমালোচকরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন৷ সারার সমালোচনাও বন্ধ করেন নেটিজেনরা৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Sara💕 x Kartik on the set🎥 @saraalikhan95 @kartikaaryan #saraalikhan #kartikaaryan

A post shared by 🌸Khans & Kapoors🌸 (@sarajanhvi) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement