Advertisement
Advertisement

Breaking News

Sara Ali Khan

‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনি দিয়ে কেদারনাথের সারা আলি খান, রাস্তার ধারের দোকানেই খাবার খেলেন

অস্থায়ী দোকানের হেঁশেলেও ঢুকে পড়লেন নবাবকন্যা।

Sara Ali Khan enjoys local food at Kedarnath

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 1, 2024 4:54 pm
  • Updated:November 1, 2024 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথ দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। এবার এই তীর্থযাত্রায় হ্যাট্রিক করে ফেললেন সারা আলি খান (Sara Ali Khan)। নবাব পরিবারের মেয়ে হয়েও গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন সারা আলি খান। কাশীর বিশ্বনাথ, আসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন সারা। তার জন্য অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি নবাবকন্যাকে। তবে নেটপাড়ার নীতিপুলিশ রক্তচক্ষুর কাছে দমে যেতে নারাজ সারা আলি খান। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।

কেদারনাথের পথে হাঁটতে হাঁটতেই নবাবকন্যার মুখে শোনা গেল ‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনি। এবারের দিওয়ালি সেখানেই কাটিয়েছেন সারা। শুধু কি তাই? পাহাড়ি স্থানীয় দোকান থেকে রীতিমতো উত্তর ভারতীয় সব খাবার খেয়েছেন সেখানে বসেই। নিজেই হেঁটে পৌঁছে গিয়েছিলেন সেসব ছাউনির দোকানে। হাতে বানানো রুটি, ডাল ফ্রাই, জিলিপি, পনির ভুর্জি, তন্দুরি রুটি এবং সবুজ সবজি-সহ হরেক পদ চেখে দেখেছেন। আবার হিমাচলি গুড় দিয়েও রুটির স্বাদ উপভোগ করেন তিনি। সেসব মুহূর্ত নিজেই শেয়ার করলেন সারা আলি খান। স্থানীয় দোকানে গিয়ে চায়ের খোঁজও করেন। বলিউড তারকাদের মতো সেলেব সুলভ হাবভাবের লেশ মাত্র নেই! সারা নাকি এবার বিজেপি নেতার ছেলের প্রেমে পড়েছেন। তাঁর সঙ্গেই কেদারনাথ দর্শনে গিয়েছেন অভিনেত্রী।

Advertisement

বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। এবারও দিওয়ালিতে কেদারনাথ তীর্থে গেলেন সারা আলি খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement