Advertisement
Advertisement
Kartik Aaryaan

ফের দুজনে প্রেম করছেন? সারা-কার্তিকের ভিডিও প্রকাশ্যে আসতেই তুঙ্গে জল্পনা

কার্তিককে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সারা।

sara ali khan and kartik aaryan spotted together video goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 9, 2023 5:09 pm
  • Updated:February 9, 2023 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন সিনেমার প্লট। ঠিক যেন ‘লাভ আজকাল’। প্রথমে প্রেম, তারপর বিচ্ছেদ, দুরত্ব, বিরহ। তারপর একাধিক বছর ঘুরতেই ফের প্রেম শুরু। হ্য়াঁ, এমনটাই ঘটছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সঙ্গে।

গপ্পোটা একটু বিশদে বলা যাক। চলছে প্রেমের সপ্তাহ। সামনেই ভ্যালেন্টাইনস ডে। আর তার আগেই আরব সাগরের তীরে সারার মধ্য়েই ফের প্রেম খুঁজে পেলেন কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, শুধু কার্তিক নয়। সারার মনেও অল্প স্বল্প প্রেমের গল্প শুরু হয়েছে।

Advertisement

ব্যাপারটা আরও একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সারা ও কার্তিককে ব্যক্তিগত সময় কাটাতে দেখা গেল। দেখা গেল চুটিয়ে আড্ডা দিতে। তবে এখন কিন্তু সারা (Sara Ali Khan) ও কার্তিক (Kartik Aaryan) কোনও সিনেমায় জুটি বাঁধছেন না। তাহলে এই সাক্ষাৎ কেন?

[আরও পড়ুন: উপহারের গাড়ি নিয়ে বেজায় বিপাকে হিরো আলম! ব্যাপারটা কী? ]

গুঞ্জনে শোনা যাচ্ছে, মাঝে মধ্য়েই নাকি দুজন রেস্তরাঁয় যাচ্ছেন, কফি শপে আড্ডায় মারছেন। এমনকী, মুম্বইয়ের এদিক ওদিক গাড়ি নিয়ে ঘুরতেও দেখা গিয়েছে দুজনকে। তারপর থেকেই বলিউডে প্রেমের গুঞ্জন শুরু।

এর আগে ভাইরাল হয়েছিল শুভমন ও সারার ডিনার ডেটের ভিডিও। উদীয়মান ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। নৈশভোজের ফাঁকে একান্তে আড্ডা দিতেও দেখা গিয়েছিল এই দুই তারকাকে। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছিল গুঞ্জন। নিন্দুকদের কথায়, শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে নাকি প্রেম করছেন সারা! আর এই গুঞ্জনে বারুদ ঢেলেছে এই নৈশভোজের স্থান। খবর অনুযায়ী, মুম্বইয়ে নয় বরং দুবাইয়ের রেস্তরাঁয় দেখা গিয়েছে এই জুটিকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শচীন তেণ্ডুলকরের মেয়ে সারার সঙ্গে নাম জড়িয়ে বার বার খবরে এসেছেন শুভমন গিল। এমনকী, বহুবারই সোশ্যাল মিডিয়ার হাত ধরে সারা ও শুভমনের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছিল। লোকে ধরেই নিয়েছিলেন শচীনের জামাই হবেন শুভমন। তবে নতুন এই গুঞ্জন বলছে, সারা তেণ্ডুলকরকে ছেড়ে নাকি সারা আলি খানের প্রেমে মজেছেন শুভমন। এই ভাইরাল ছবি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সারা ও শুভমন দু’ জনেই।

[আরও পড়ুন: ‘আলাউদ্দিনের নোটবুক’ খুললেই মৃত্যুর হাতছানি! রহস্যঘেরা সিরিজ নিয়ে আসছে দেবলীনা ও আরিয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement