Advertisement
Advertisement

Breaking News

‘লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে’

বিস্ফোরক অভিযোগ বলি অভিনেতা সাকিব সালিমের৷

Saqib Saleem shares his MeToo story
Published by: Tanujit Das
  • Posted:October 17, 2018 8:15 pm
  • Updated:October 17, 2018 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বিতর্কের ঝড় তুলেছে #MeToo অভিযান৷ অভিনেত্রী তনুশ্রী দত্তের পর একে একে মুখ খুলতে শুরু করেছেন একাধিক অভিনেত্রী৷ এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেতারাও৷ যৌন হেনস্তার অভিযোগে মুখ খুললেন অভিনেতা সাকিব সালিম৷ প্রকাশ্যে আনলেন একুশ বছর বয়সে যখন বলিউডে পা রেখেছিলেন, তখনকার একটি ঘটনা৷

[OMG! বিয়েতে ‘জামাইবাবু’ নিকের কাছে এত কোটি টাকা চাইলেন পরিণীতি!]

Advertisement

#MeToo তালিকায় নাম উঠেছে যাঁদের, তাঁদের সঙ্গে আর কাজ করবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বলিউডের মহিলা পরিচালকদের ব্রিগেড। এই প্রমীলা বাহিনীতে রয়েছেন কঙ্কণা সেনশর্মা, জোয়া আখতার, নন্দিতা দাস, মেঘনা গুলজার, গৌরী শিন্ডে, কিরণ রাও, রিমা কাগতি, অলঙ্কৃতা শ্রীবাস্তব, নিত্যা মেহরা, রুচি নারায়ণ এবং সোনালি বোসের মতো বিখ্যাত সব নাম। মি-টু বিতর্ক কেবল বলিউডেই প্রভাব ফেলেনি৷ তা মাথাচাড়া দিয়েছে খ্যাতনামা সংবাদমাধ্যমের গোষ্ঠী ও ভারতীয় রাজনীতিতেও৷ নামী সংবাদমাধ্যমের গোষ্ঠী থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন বহু সাংবাদিক৷ বুধবার ইস্তফা দিলেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর৷

[বলিউডে পা রাখছেন লুলিয়া, ‘প্রেমিকা’র জন্য বিশেষ বার্তা সলমনের]

এমত পরিস্থিতিতে তাঁর জীবনের এক কালো সত্য প্রকাশ্যে আনলেন অভিনেতা সাকিব সালিম৷ একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে অভিনেতা জানালেন, একুশ বছর বয়সে যখন তিনি বলিউডে সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন, তখন খুব পরিচিত একজন তাঁকেও যৌন হেনস্তা করেছে৷ অভিনেতা বলেন, ”আমি তখন বলিউডে একদম নতুন৷ মাত্র ২১ বছর বয়স আমার৷ তখনই যৌন হেনস্তার মুখে পড়তে হয় আমাকে৷ লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে৷ আমি ভয় পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসি৷” যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি সাকিব৷ কেবল জানান, বলিউডে তাঁর অনেক সমকামী বন্ধু রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement