Advertisement
Advertisement
Sanjay Dutt

গয়ায় মা-বাবার পিণ্ডদানে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপ্টা সঞ্জয় দত্ত! রামমন্দির নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য

বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান 'সঞ্জু বাবা'র, দেখুন ভিডিও।

Sanjay Dutt visits Gaya to perform pind daan, opens up on Ram temple | Sangbad Pratidin

ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:January 11, 2024 8:36 pm
  • Updated:January 11, 2024 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গয়ায় মা-বাবার পিণ্ডদান করতে গিয়ে ভক্তদের ভিড়ে চিড়েচ্যাপটা হওয়ার জোগাড় হল সঞ্জয় দত্তর (Sanjay Dutt)! এদিন রামমন্দির প্রসঙ্গে মুখও খুললেন অভিনেতা। বাবা সুনীল দত্ত ছিলেন কংগ্রেস আমলের (মনমোহন সিং) মন্ত্রী। কিন্তু এদিন বাবার পিণ্ডদানের পর রামমন্দির নিয়ে প্রশ্নের মুখোমুখি হতেই উত্তর দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না ‘সঞ্জু বাবা’। 

বৃহস্পতিবার, ১১ তারিখ বিষ্ণুপদ মন্দিরে দেখা গেল সঞ্জয় দত্তকে। পরনে সাদা পোশাক। হিন্দু রীতি অনুযায়ী গয়াতেই পিণ্ডদানের প্রথা রয়েছে। এদিন সেখানেই মা নার্গিস দত্ত ও বাবা সুনীল দত্তর উদ্দেশে পিণ্ডদান করলেন বলিউড অভিনেতা। বিষ্ণুপদ মন্দির থেকেই ফাঁস হল তাঁর পুজো করার ভিডিও। শুধু তাই নয়, মা-বাবার পিণ্ডদান করে অযোধ্যায় রামমন্দির নিয়েও মুখ খুললেন অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেল মন্দিরের পুরোহিতদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন সঞ্জয় দত্ত। পরনে সাদা পায়জামা-পাঞ্জাবী। গলায় গামছা। পিণ্ডদান করে বেরতেই ‘সঞ্জু বাবা’কে ছেঁকে ধরলেন ভক্তরা। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান প্রসঙ্গে প্রশ্ন শুনেই অভিনেতার উত্তর, “খুব ভালো একটা বিষয় হতে চলেছে।” এরপর ‘জয় ভোলানাথ’ স্লোগানও দিতে দেখা যায় সঞ্জয়কে।

[আরও পড়ুন: আমন্ত্রিত বাবা অমিতাভ, অভিষেক নন! রামমন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন জুনিয়র বচ্চন]

মারণরোগকে কাবু করেই সিনেমার ফ্লোরে দাপিয়ে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত। তাঁর ঝুলিতেও বর্তমানে একাধিক সিনেমা। সম্প্রতি বিগ বাজেট সুপারহিট ছবি ‘লিও’তে দেখা গিয়েছে তাঁকে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুট শেষ করেছেন সদ্য। এবার ব্যস্ত শিডিউলের মাঝেই গয়ায় ছুটলেন ‘সঞ্জু বাবা’।

[আরও পড়ুন: রামের অপমানে নয়নতারার বিরুদ্ধে FIR! আইনি বিপাকে পড়ে সিনেমা তুলে নিল নেটফ্লিক্স]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement