Advertisement
Advertisement

Breaking News

Sanjay Dutt

পরিচালনায় আসছেন সঞ্জয় দত্ত, ‘কেজিএফ’ স্টাইলে ছবি বানাবেন বলিউডের সঞ্জুবাবা!

কেজিএফ ২ ছবিতে প্রশংসিত হয়েছে সঞ্জয় দত্তর অভিনয়।

Sanjay Dutt shares his plans to make his directorial debut | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 20, 2022 2:26 pm
  • Updated:April 20, 2022 2:26 pm  

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে বলিউডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দক্ষিণী ছবি। গত কয়েক বছর ধরে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’ ছবিগুলো যেভাবে বক্স অফিসে ঝড় তুলছে, তাতে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই গোটা দেশে দক্ষিণী ছবিই রাজত্ব করবে। অন্তত, ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন। তবে শুধু সমালোচকরাই নয়। এরকমটাই মনে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। আর তাই তো সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়ে দিলেন, ‘দক্ষিণী ছবি থেকে সুপারহিট ফমুর্লা জেনে ফেলেছি। এবার আমি একটা ছবি বানাব!’

গপ্পোটা হল, ‘কেজিএফ ২’ ছবি বক্স অফিসে দারুণ সফল। গোটা দেশেই এই ছবি ঝড় তুলেছে। কেজিএফ ২-তে প্রশংসিত হয়েছে সঞ্জয় দত্তর অভিনয়ও। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় জানালেন, ‘ছবি হিট করানোর একটা ফমুর্লা রয়েছে। দক্ষিণী ছবি থেকে সেটা শেখা দরকার। কেজিএফ ছবির করার সময় সেই ফমুর্লা আমি শিখে ফেলেছি। এবার আমি একটা ছবি বানাব। ‘

Advertisement

[আরও পড়ুন: সৌরভের ‘দাদাগিরি’র মঞ্চে যশ-নুসরত জুটির প্রেম, ‘আদিখ্যেতা’, কটাক্ষ নেটিজেনদের]

এই সাক্ষাৎকারে ছবি পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করলেন সঞ্জয় দত্ত। তাঁর কথায়, আগামী তিন বছরের মধ্যে একটা ছবি তৈরি করব। মোটামুটি এটাই প্ল্যান রয়েছে। কেজিএফ ২ ছবিতে অভিনয় করার সময় অনেক কিছু শিখে ফেলেছি। সেগুলোই কাজে লাগাব আমার ছবিতে। তবে আপাতত, হাতের কাজগুলোই শেষ করতে চাই। শরীরের দিকেও তো নজর দিতে হবে!

[আরও পড়ুন: রাজকুমার হিরানির ছবিতে সুযোগ পেতে হাত কাটবেন! এ কী মন্তব্য শাহরুখের! দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement