Advertisement
Advertisement

Breaking News

Sanjay Dutt

ক্যানসারের তোয়াক্কা না করেই শুরু কাজের প্রস্তুতি, ভিডিওয় মনের কথা জানালেন সঞ্জয়

কিছুদিন আগেই দ্বিতীয় কেমোথেরাপি সম্পন্ন হয়েছে অভিনেতার।

Bangla News of Sanjay Dutt: Actor set to resume work, determined to defeat cancer soon, says in instagram video| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 15, 2020 2:51 pm
  • Updated:October 15, 2020 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ আগস্ট টুইটারে (Twitter) জানিয়েছিলেন চিকিৎসার জন্য সিনেমা এবং অন্যান্য কাজ থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন। কিসের চিকিৎসার জন্য সেই বিরতি নিয়েছিলেন জানা গিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যেই। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। দাবানলের মতো ছড়িয়ে পড়েছিলেন এই খবর। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ক্যানসার আক্রান্ত সঞ্জয়ের ছবি। কেমোথেরাপিতে জীর্ণ সঞ্জয়ের ভগ্ন স্থাস্থ্য দেখে আবেগঘন হয়েছিলেন অনুরাগীরা। জীবন যুদ্ধে কখনও হার মানতে শেখেননি বলিউডের ‘সঞ্জু বাবা’। তাই ক্যানসারের তোয়াক্কা না করেই ফের শুটিং ফ্লোরে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। আজ থেকেই ‘শামশেরা’র (Shamshera) ডাবিং শুরু করছেন সঞ্জয়। নভেম্বরে ফিরবেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’র (K.G.F Chapter 2) ফ্লোরে। তার জন্যই গিয়েছিলেন নিজের বহু পরিচিত সাঁলোয় চুল কাটতে। সঞ্জয় দত্তের ভিডিওটি আপলোড করেছেন হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম।

 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@duttsanjay Today at Salon Hakim’s Aalim after getting a haircut done with all the necessary precautions Instructed by the government and the experts. #SanjayDutt #AalimHakim #Rockstar #SalonHakimsAalim #TeamHA #SafetyFirst #Fighter #Precautions #Hygiene #SocialDistancing #NewNorms #TeamHakimsAalim #SalonLife #Viral #Trending #MovieLife #actorslife #14thoctober2020 @duttsanjay @aalimhakim

A post shared by Aalim Hakim (@aalimhakim) on

[আরও পড়ুন: এবার ‘লাভ জিহাদে’র কোপে অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’! নেটদুনিয়ায় ছবি বয়কটের ডাক]

কিছুদিন আগেই ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের দ্বিতীয় কেমোথেরাপি সম্পূর্ণ হওয়ার খবর মিলেছিল। হাকিমের শেয়ার করা ভিডিওতে চেনা হাসিমুখেই ধরা দিয়েছেন বি-টাউনের ‘মুন্না ভাই’। জানিয়েছেন, ক্যানসারকে হারিয়ে তিনি জয় ছিনিয়ে নেবেনই। কতদিন আর বাড়িতে বসে থাকা যায়? একদিন না একদিন তো জীবনে ফিরতেই হবে। তাই ‘শামশেরা’র ডাবিং সেরেই নভেম্বরে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ শুটিং শুরু করবেন সঞ্জয়। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করে দিয়েছেন দক্ষিণী তারকা যশ (Yash)। এবার ফের একবার ‘খলনায়ক’ হিসেবে ফ্লোরে ফিরবেন সঞ্জয় দত্ত।

[আরও পড়ুন: সুশান্ত মামলার তদন্ত শেষ! শীঘ্রই আদালতে রিপোর্ট জমা দিতে পারে সিবিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement