Advertisement
Advertisement
Sanjay Dutt

হরিয়ানা থেকে লোকসভা ভোটে লড়ছেন সঞ্জয় দত্ত! কোন দলের প্রার্থী?

কী জানালেন 'সঞ্জুবাবা'?

Sanjay Dutt reacts Rumours Of Contesting Lok Sabha Elections
Published by: Sandipta Bhanja
  • Posted:April 8, 2024 4:00 pm
  • Updated:April 8, 2024 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুনীল দত্ত ছিলেন কংগ্রেস আমলের (মনমোহন সিং) মন্ত্রী। তবে বাবা কংগ্রেস পার্টির হয়ে দীর্ঘদিন রাজনীতি করলেও গত জানুয়ারি মাসে গয়ায় স্বর্গত পিতার পিণ্ডদান করতে গিয়ে রামমন্দির নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ‘সঞ্জুবাবা’। বলেছিলেন, “খুব ভালো একটা বিষয়।” শুধু তাই নয়, ‘জয় ভোলানাথ’ স্লোগানও দিতে দেখা যায় অভিনেতাকে। এবার চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Elections) মুখে আচমকাই জল্পনা তুঙ্গে, সঞ্জয় দত্ত (Sanjay Dutt) নির্বাচনী লড়াইয়ে নামছেন!

জানা গিয়েছে, হরিয়ানার যমুনানগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ‘সঞ্জুবাবা’। বাবা সুনীল দত্ত কংগ্রেস আমলে সাংসদ-মন্ত্রী ছিলেন। তাছাড়া বোন প্রিয়া দত্তও বাবার পথে হেঁটেই রাজনৈতিক কেরিয়ার বেছে নিয়েছেন। তিনিও সাংসদ। সেই প্রেক্ষিতে সঞ্জয়ের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েইছে। তাই অভিনেতার নির্বাচনী যুদ্ধে নামার জল্পনা দাবানল গতিতে ছড়িয়ে পড়তে দেরী হয়নি। সত্যিই কি তাই? সোমবার সেই ধোঁয়াশা সাফ করলেন সঞ্জয় দত্ত।

Advertisement

ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়। রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণ তাই আর নতুন করে অনুরাগীদের চমকে দেয় না! এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। সম্প্রতি গোবিন্দাও একনাথ শিণ্ডের শিবসেনা পার্টিতে যোগ দিয়েছেন। যিনি কিনা এর আগে কংগ্রেস সাংসদ পদেও ছিলেন। এবারও গোবিন্দার লোকসভা ভোটে লড়ার কথা। এসবের মাঝেই সঞ্জয় দত্তের নির্বাচনী প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে।

[আরও পড়ুন: শিল্পার ফ্রেমে বাধা ঋতুপর্ণা! বাংলার ‘ক্যুইন’কে দেখে কী করলেন মুম্বইয়ের শেট্টি? দেখুন ভিডিও]

এক্স হ্যান্ডেলেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন বলিউডের সঞ্জু। অভিনেতা লিখেছেন, “এগুলো একেবারেই রটনা। আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি যদি ভবিষ্যতে কোনওদিন রাজনীতিক ময়দানে নামি, তাহলে নিজমুখেই সবার প্রথমে সেটা ঘোষণা করে দেব। তাই যে সমস্ত রটনা ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়, তাতে দয়া করে কান দেবেন না।”

[আরও পড়ুন: বিজেপির প্রার্থী হয়েই ৩ কোটির গাড়ি কিনলেন কঙ্গনা, ‘হা’ করে দেখল মুম্বই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement