Advertisement
Advertisement

Breaking News

Sanjay Dutt

‘আলিয়া ও রণবীরের দ্রুত মা-বাবা হওয়া উচিত!’ বিয়ের আগে টিপস সঞ্জয় দত্তর

আর কী বললেন সঞ্জয়?

Sanjay Dutt on Ranbir Kapoor-Alia Bhatt wedding | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 12, 2022 12:48 pm
  • Updated:April 12, 2022 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেপর্দায় সঞ্জয় দত্ত হয়ে নজর কেড়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। পর্দায় সঞ্জু অবতারে রণবীরকে দেখে হতবাক হয়েছিলেন খোদ সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তারপর থেকেই রণবীরের প্রতি একটু বেশিই স্নেহ সঞ্জয় দত্তর। আর সেই কারণেই আলিয়া সঙ্গে রণবীরের বিয়ের কথা শুনতেই, সঞ্জয় দত্ত খুশিতে পাগল।

সম্প্রতি ‘কেজিএফ পার্ট টু’ ছবির প্রচারে রণবীর ও আলিয়াকে বিয়ের শুভেচ্ছা জানালেন সঞ্জয়। শুধু তাই নয়, সাংবাদিকদের সঞ্জয় স্পষ্ট জানান, রণবীর ও আলিয়া দারুণ মিষ্টি জুটি। দু’জনকেই তো চোখের সামনে বড় হতে দেখলাম। ওদের দু’জনের জন্যই শুভেচ্ছা রইল।

Advertisement

[আরও পড়ুন: ‘রিল আর রিয়েল মেয়ের মধ্যে ফারাক আছে!’ তৃণা সাহাকে খোঁচা অভিষেকের স্ত্রীর!]

তবে এখানেই থামলেন না সঞ্জয়। বিয়ে টিকিয়ে রাখার জন্য রণবীর ও আলিয়াকে দিলেন ছোট্ট টিপস। সঞ্জয়ের কথায়, রণবীর ও আলিয়া বিয়ে করছে, সেটা তো ভালই। তবে আমার মনে হয় বিয়ের পর রণবীর ও আলিয়ার দ্রুত সন্তান নিয়ে নেওয়া উচিত। তাহলেই ওরা খুশি থাকবে। সম্পর্ক মধুর হয়ে উঠবে।

রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে নিয়ে তুমুল শোরগোল বলিউডে। গুঞ্জনের হাত ধরে গোটা দেশে ছড়িয়ে পড়ছে আলিয়া ও রণবীরের বিয়ে নানা তথ্য। কোথায় বিয়ে হবে, কীভাবে সাজবেন রণবীর-আলিয়া, তা নিয়ে জল্পনার শেষ নেই। এই গুঞ্জনের বারুদে আবার আগুন ঢেলেছেন আলিয়ার কাকা রবীন ভাট। লোকমুখে যখন ছড়িয়ে গিয়েছিল ১৭ এপ্রিলই নাকি বিয়ের তারিখ, ঠিক তখনই সংবাদ মাধ্যমে আলিয়ার কাকা রবীন ভাট জানিয়ে দিলেন, ১৭ নয়, ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। শুধু কি কাকা? রণবীরের মা নীতু কাপুর তো টুক করে বলেই ফেললেন, রণবীর আর আলিয়ার নাকি বিয়ে হয়ে গিয়েছে!

Sanjay Dutta

[আরও পড়ুন: আলিয়ার ব্যাচেলার্স পার্টিতে শুধুমাত্র দুই নিকট বন্ধু, জানেন বিয়ের মেনুতে থাকছে কী কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement