Advertisement
Advertisement

Breaking News

Sanjay Dutt

শাহরুখের পর এবার ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত, কোন টিমে টাকা ঢাললেন?

আরও এক বলিউড তারকা এবার ক্রিকেট দলের মালিক।

Sanjay Dutt joins Zimbabwe’s Zim Afro T10 cricket tournament, co-owned Harare Hurricanes | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 22, 2023 5:36 pm
  • Updated:June 22, 2023 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টার পর এবার ক্রিকেট টিম কিনলেন সঞ্জয় দত্ত। বলিপাড়ার আরও এক অভিনেতা এবার বাইশ গজের ময়দানের সঙ্গে যুক্ত হলেন। কোন দলে টাকা ঢাললেন সঞ্জুবাবা? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঁকি দিচ্ছে অনুরাগীদের মনে।

আসলে জিম্বাবোয়েতে শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানকারই একটি দল এবার কিনে ফেললেন সঞ্জয় দত্ত। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে জিম আফ্রো টি১০ ক্রিকেট টুর্নামেন্ট। হারারেতে আগামী ২৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ। সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার আলাদা গ্ল্যামার যোগ করলেন বলিউডের সঞ্জু বাবা।

Advertisement

[আরও পড়ুন: নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু ব্যক্তির! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’]

কিনে ফেললেন ‘হারারে হারিক্যানস’ টিম। এরিস গ্রুপ অফ কোম্পানির সিইও সোহন রায়ের সঙ্গে যৌথভাবে টাকা ঢেলেছেন বলিউড অভিনেতা। উল্লেখ্য, এই প্রথম ক্রীড়া ময়দানে নাম লেখালেন সঞ্জয় দত্ত।

নতুন এই ইনিংস নিয়ে সঞ্জুবাবার মন্তব্য, “ভারতে ক্রিকেট একটা ধর্মের মতো এবং ক্রীড়াজগতের অন্যতম বৃহত্তর দেশের নাগরিক হিসেবে আমি মনে করি, এই খেলাকে বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে দেওয়া আমার কর্তব্য। খেলাধুলোয় জিম্বাবোয়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে এবং ক্রিকেট অনুরাগীদের এই উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, জিম আফ্রো টি১০ ক্রিকেট টুর্নামেন্টে ‘হারারে হারিক্যানস’ টিম ভাল খেলবে।”

[আরও পড়ুন: ‘বেশরম’ পোজে দীপিকার ধাঁধা! স্বামীর প্রাক্তনের পোস্টে ফোড়ন কাটলেন আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement