Advertisement
Advertisement

Breaking News

Sanjay Dutt

‘খলনায়ক’ ক্যানসার কেড়েছে সঞ্জয় দত্তের প্রিয়জনকেও, উদ্বিগ্ন অনুরাগীরা

বিষাদ কখনও পিছু ছাড়েনি 'সঞ্জু'-র।

Sanjay Dutt has painfull history with cancer in his family
Published by: Suparna Majumder
  • Posted:August 12, 2020 3:32 pm
  • Updated:August 12, 2020 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সঞ্জু’ সিনেমার সেই দৃশ্যের কথা মনে আছে? যেখানে একদিকে ‘রকি’-র প্রিমিয়ার চলছিল, অন্যদিকে শোকে বিহ্বল সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ক্রমশ জীবনের চোরাবালিতে ডুবে যাচ্ছিলেন। ঠিক এভাবেই সঞ্জয় দত্তের জীবনে প্রথম ক্যানসার থাবা বসিয়েছিল। সে সময় ক্যানসারের লক্ষ্য ছিল সঞ্জয়ের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি। মা নার্গিস (Nargis)। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন নার্গিস। তিলে তিলে মাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেছিলেন সঞ্জয় দত্ত। ১৯৮১-র ৩ মে ক্যানসারের কাছে নতিস্বীকার করেন নার্গিস। সঞ্জয় দত্তের প্রথম ছবি ‘রকি’-র প্রিমিয়ারের মাত্র চার দিন আগে মৃত্যু হয় তাঁর। সেই ধাক্কা সামলে উঠতে সঞ্জয়ের অনেক সময় লেগেছিল।

[আরও পড়ুন: ‘যোদ্ধার মতো লড়বেন’, ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের জন্য আবেগঘন পোস্ট যুবরাজ সিংয়ের]

প্রথম স্ত্রী রিচার (Richa Sharma) আগমনে নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সঞ্জয় দত্ত। বিয়ের দু’বছরের মাথায় মেয়ে ত্রিশালার জন্ম হয়েছিল। কিন্তু তাঁর সেই সুখও বেশিদিন টেকেনি। এবার রিচার ব্রেন টিউমার ধরা পড়ল। মাত্র ৩২ বছর বয়সে নিউ ইয়র্কে রিচা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিচার তেমন উল্লেখ অবশ্য রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’-তে পাওয়া যায়নি। তবে সিনেমার শেষে সঞ্জয় দত্তের জীবনের ‘হ্যাপি এন্ডিং’ দেখানো হয়েছিল স্ত্রী মান্যতার সঙ্গে।

Advertisement

[আরও পড়ুন: হলিউড তারকাদের টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরেদের তালিকার প্রথম দশে অক্ষয়]

বাস্তবে সেই ‘হ্যাপি এন্ডিং’-এর পর ফের কঠিন পরীক্ষার মুখে সঞ্জয় দত্ত। মঙ্গলবার টুইটে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সিনেমা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন।তারপরই জানা যায়, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ৬১ বছরের অভিনেতা। দুই সপ্তাহ আগেই নিজের ৬১তম জন্মদিন পালন করেছিলেন সঞ্জয়। বোনদের সঙ্গে রাখির ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। তখনও হয়তো জানতেন না নিজের শারীরিক অবস্থার কথা। গত শনিবার যখন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জানিয়েছিলেন সব ঠিক আছে। করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। সম্ভবত তখনই জেনে গিয়েছিলেন যে মারণ রোগ রোগ তাঁর মা-কে কেড়ে নিয়েছিল, তা তাঁর শরীরেও বাসা বেঁধেছে। নিজের ঘটনাবহুল জীবনে অনেক প্রতিকূলতাকেই হারিয়েছেন সঞ্জয় বলরাজ দত্ত। এবার ক্যানসারকেও মাত দেবেন বলিউডের সঞ্জু বাবা। ফিরে আসবেন জীবনের স্বাভাবিক ছন্দে। এই প্রার্থনাই করছেন প্রত্যেকে।     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement