সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না! ১৯৯৩ সালে সিরিয়াল ব্লাস্টের ঘটনায় নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। তারপর থেকে ব্রিটেনের ভিসার জন্য হাজার চেষ্টা করেও পাননি। যার জেরে এবার অভিনেতার একটা সিনেমাও হাতছাড়া হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার ফুঁসে উঠলেন সঞ্জয় দত্ত।
অভিনেতার কথায়, তাঁর সঙ্গে এটা মস্ত বড় অন্যায় হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, “ব্রিটিশ সরকার এটা ঠিক কাজ করেননি। আমাকে প্রাথমিকভাবে ভিসা দেওয়া হয়েছিল। আর্থিক লেনদেনও হয়ে গিয়েছিল। সবকিছুই ঠিক ছিল। তাহলে শেষমুহূর্তে একমাস বাদে গিয়ে কেন আমার ভিসা বাতিল করা হল? আমি তো সমস্ত নথিপত্র জমা দিয়েছিলাম। তাহলে কেন ব্রিটেন সরকার আমাকে ভিসা দিল প্রথমে? তাহলে তো শুরুতেই আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি। নিজেদের আইন বুঝতে কি একমাস সময় লেগে গেল ওদের?” প্রশ্ন তুলেছেন সঞ্জয় দত্ত।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ১৯৯৩ সালের ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকে সঞ্জয় দত্ত একাধিকবার বিদেশে ভ্রমণ করেছেন। মার্কিন মুলুকে গিয়েছেন। তবে ব্রিটেনের ভিসার জন্য আবেদন করলেও তিনি সেই ছাড় পাননি। যার জেরে এবার বিগ বাজেট একটা সিনেমাই তাঁর হাতছাড়া হয়ে গেল। ‘সন অফ সর্দার ২’ সিনেমার অভিনয় করার কথা ছিল সঞ্জয়ের। তবে ব্রিটেনের ভিসা তিনি না পাওয়ায় শেষমুহূর্তে নির্মাতারা তাঁকে বাদ দিয়ে রবি কিষেণকে ওই রোলের জন্য কাস্ট করেন।
প্রসঙ্গত ‘সন অফ সর্দার ২’ সিনেমাটি ২০১২ সালে ‘সন অফ সর্দার’-এর সিক্যুয়েল। যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগণ এবং সঞ্জয় দত্তকে। বিল্লু এবং জসসির চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। কিন্তু এবার সিক্যুয়েলে সঞ্জয় দত্তকে দেখা যাবে না। তবে সিক্যুয়েলেও কোনও ক্যামিও রোলেও থাকছেন কিনা, সেই নিয়েও ধন্দ রয়েছে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.