Advertisement
Advertisement

Breaking News

Toolsidas Junior

‘পানিপথ’-এর পর ‘তুলসীদাস জুনিয়র’, ফের জুটি বাঁধলেন আশুতোষ গোয়ারিকর ও সঞ্জয় দত্ত

দেখুন ছবির ফার্স্টলুক।

Sanjay Dutt And Rajiv Kapoor To Co-Star In Ashutosh Gowariker's Sports Drama Toolsidas Junior| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 11, 2020 5:13 pm
  • Updated:December 11, 2020 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের স্পোর্টস ড্রামার তালিকায় নতুন সংযোজন ‘তুলসীদাস জুনিয়র’ (Toolsidas Junior)। নতুন এই ছবির মাধ্যমেই নিজের হিটের খরা কাটাতে বদ্ধপরিকর পরিচালক আশুতোষ গোয়ারিকর (Ashutosh Gowariker)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তার পাশাপাশি বহুদিন বাদে বড়পর্দায় দেখা যাবে রাজীব কাপুরকে (Rajiv Kapoor)। তবে সঞ্জয়-রাজীব জুটি থাকলেও কাহিনি আবর্তিত হবে শিশুশিল্পী বরুণ বুদ্ধদেবের (Varun Buddhadev) চরিত্রকে কেন্দ্র করে। এমনই আভাস মিলল ‘তুলসীদাস জুনিয়র’-এর ফার্স্টলুক পোস্টারে।

[আরও পড়ুন: ‘দেশদ্রোহীদের নেক নজরে আসতে চাও?’, ফের দিলজিৎ-প্রিয়াঙ্কাকে বিঁধে টুইট কঙ্গনার]

ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে স্নুকার খেলাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ছবি চিত্রনাট্য। টান টান উত্তেজনার ম্যাচের মজাও সিনেমার প্রেক্ষাপটে নেওয়া যেতে পারে। সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর এবং কৃতী শ্যাননকে নিয়ে গত বছর ‘পানিপথ’ ছবিটি তৈরি করেছিলেন আশুতোষ। প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছিলেন তিনি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ৯২ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমা মাত্র ৪৯ কোটি ২৯ লক্ষ টাকার ব্যবসা করে। বস্তুত, ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘যোধা আকবর’ (Jodhaa Akbar) ছবির পর থেকে আশুতোষের কেরিয়ারে আর তেমন কোনও উল্লেখযোগ্য হিট নেই। এবার ভূষণ কুমারের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবিটি প্রযোজনা করছেন তিনি। পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্ব দিয়েছেন মৃদুল নামের উঠতি পরিচালককে।

ক্যানসার মুক্ত হওয়ার পর থেকে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন সঞ্জয় দত্ত। শোনা গিয়েছে, বডি ডাবল ছাড়াই ‘কেজিএফ চ্যাপ্টার ২’র ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হয়েছে। তাঁর সঙ্গে এই ছবিতে প্রায় তিন দশক পর শুটিং ফ্লোরে ফিরেছেন রাজীব কাপুর। রুপোলি পর্দার এই খেলার দুই পুরনো খেলোয়াড়ের উপরই আস্থা রেখেছেন আশুতোষ ও ভূষণ। এদিকে আজ থেকেই শুরু হয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অজয় দেবগন, রকুলপ্রীত সিং, অঙ্গীরা ধর অভিনীত ‘মে ডে’র শুটিং। ২০২২ সালের ২৯ এপ্রিল মুক্তির দিন ধার্য হয়েছে।

[আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে কাছে নেই বিরাট, ছবি পোস্ট করে মনের মানুষকে বিশেষ বার্তা অনুষ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement