Advertisement
Advertisement

Breaking News

ভোটের মাঝেই সন্দীপ রায়ের ‘ফেলুদা’র মুক্তি! গরমের ছুটিতে বক্স অফিসে কড়া টক্করের সম্ভাবনা

মে মাসে আবার নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'আমার বস' ছবির মুক্তি পাওয়ার কথা।

Sandip Ray directed Feluda movie Nayan Rahasya can release between Lok Sabha 2024
Published by: Suparna Majumder
  • Posted:March 29, 2024 9:44 pm
  • Updated:March 29, 2024 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হত্যাপুরী’র পর ‘নয়ন রহস্য’। ভোটের মাঝেই বড়পর্দায় ‘ফেলুদা’কে নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায় (Sandip Ray)। এমনই খবর শোনা যাচ্ছে স্টুডিওপাড়ার অন্দরমহলে। সূত্রের খবর মানলে, মে মাসে অর্থাৎ গরমের ছুটিকে টার্গেট করেই মুক্তি পাবে সন্দীপ রায় পরিচালিত ‘নয়ন রহস্য’।

Sandip-Ray-Feluda

Advertisement

২০২২ সালে সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহনবাবুর চরিত্রে। ‘নয়ন রহস্য’ ছবিতেও এই একই অভিনেতাদের দেখা যাবে। ‘হত্যাপুরী’ মুক্তি পেয়েছিল বড়দিনের অবসরে। আশা করা হয়েছিল, ‘নয়ন রহস্য’ ছবিটিও ২০২৩ সালের শেষেই মুক্তি পাবে। কিন্তু তা হয়নি।

[আরও পড়ুন: শোভনের সঙ্গে সম্পর্কে সিলমোহর! একান্ত সাক্ষাৎকারে মনের কথা বলেই দিলেন সোহিনী]

হয়তো বড়দিনের বিগ বাজেট ছবির ভিড়ে ‘নয়ন রহস্য’কে আনতে চাননি নির্মাতারা। সে যাই হোক, এখন নাকি তাঁদের টার্গেট গরমের ছুটি। বিশেষ করে ছবি যখন ফেলুদাকে নিয়ে। তবে এবারে মে মাসের আবহাওয়া ভিন্ন। কারণ তখনও চলবে ভোট। এদিকে মে মাসে মুক্তি পেতে পারে রাখি গুলজার অভিনীত এবং বক্স অফিসের গেম চেঞ্জার পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘আমার বস’। ফলে সেদিক থেকেও থাকতে পারে কড়া টক্কর।

ভোটের কারণে ইতিমধ্যেই জিতের ‘বুমেরাং’ ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। পিছিয়ে গিয়েছে অনির্বাণ, সোহিনী, অর্ণর ‘অথৈ’ ছবির রিলিজ। তবে ইদকে মাথায় রেখেই মুক্তি পাচ্ছে অঙ্কুশের ‘মির্জা’। কারণ নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাসী তিনি। এর আগে অভিনেতা-প্রযোজক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভোট তাঁর ছবির মুক্তিতে খুব একটা প্রভাব ফেলতে পারবে না, কারণ তা মুক্তি পাচ্ছে ১৯ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের ১০ দিন আগে।

[আরও পড়ুন: হাসির মোড়কে বিজয় মালিয়াকে খোঁচা! কেমন হল করিনা-তাব্বু-কৃতীর ‘ক্রু’ সিনেমা?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement