সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিঃসন্দেহে ‘অ্যানিম্যাল’-এর নাম রয়েছে। কম বিতর্ক হয়নি এই সিনেমা নিয়ে। তবে সেসব নিন্দা-সমালোচনা, কটাক্ষ পেরিয়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’। এবার সেই সাফল্যের আনন্দেই মানতপূরণ করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিরুপতিতে গিয়ে কেশদান করে এলেন পরিচালক।
ইতিমধ্যেই ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল সংবাদের শিরোনামে। শোনা যাচ্ছে, এবার আরও বড় পরিসরে শুট করতে চলেছেন পরিচালক। সেসবের মাঝেই তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি মাথা মোড়ালেন সন্দীপ। সেখান থেকেই ভাইরাল হয়েছে তাঁর নেড়া লুকের ছবি-ভিডিও। পরনে নীল কুর্তা। গলায় গোলাপি উত্তরীয়। কেশদান দানের পর নেড়া অবতারে দেখা গেল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে।
আগামী প্রজেক্ট নিয়েও মুখ খুললেন পরিচালক। দক্ষিণী সুপারস্টার প্রভাসকে নিয়ে একটি সিনেমা করতে চলেছেন। যার নাম স্পিরিট। তার আগেভাগেই তিরুপতিতে কেশদান করে ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্য উদযাপন করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার দৌলতেই রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে যে নতুন মোড় এসেছে, তা সম্ভবত আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। গোটা বিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.