সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামী সম্পর্ক নিয়ে সিনেমার পর্দায় এর আগে অনেক গল্পই দেখে দর্শক। তবে এবার সন্দীপ সিংয়ের হাত ধরে একেবারে নতুন প্রেমের গল্প দেখবে দর্শক। ছবির নাম সফেদ। এই ছবির প্রেক্ষাপট এক বিধবা ও এক বৃহন্নলার প্রেম। বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির টিজার। প্রথম ঝলকেই ধরা পড়ল এর গল্প একেবারেই মানুষের মননে গিয়ে আঘাত হানবে। গা শিউড়ে ওঠার মতো দৃশ্যের কোলাজে তৈরি হয়েছে ‘সফেদ’ ছবির টিজার।
এর আগে ছবি প্রযোজনার সঙ্গেই যুক্ত ছিলেন সন্দীপ সিং। তৈরি করেছিলেন রাম লীলা, রাউডি রাঠোর, মেরি কম, আলিগড়, সরবজিতের ছবি। তখন থেকেই প্ল্যান ছিল ছবি পরিচালনায় আসবে। সেই মতোই এবার হাড়হিম করা এক গল্প নিয়ে ছবি তৈরি করে ফেললেন সন্দীপ। সন্দীপ জানিয়েছেন, এই ছবির গল্প একটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে।
‘SAFED’ TEASER OUT NOW… SANDEEP SINGH’S DIRECTORIAL DEBUT… Love story of a widow and transgender… #Safed marks the directorial debut of #SandeepSingh, producer of #Sarabjit, #Aligarh and #Jhund and now producing #SwatantryaveerSavarkar, #Saharasri and #MainAtalHoon…… pic.twitter.com/UvJcYmK7av
— taran adarsh (@taran_adarsh) July 27, 2023
বারাণসীর অলি-গলিতেই শুটিং হয়েছে এই ছবির। এই ছবির শুটিং হয়েছে ১১ দিন ধরে। আগামী মাসেই মুক্তি পেতে পারে এই ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.