সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন। তার পর নিকাহ। দুবাইনিবাসী মৌলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেন সানা খান। গত বছরের জুলাই মাসে পুত্রসন্তানের জন্ম দেন। তার দেড় বছরের মাথাতেই ফের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করলেন।
মুম্বইয়ের ধারাভির মেয়ে সানা। কম বাজেটের হিন্দি সিনেমার মাধ্যমে তাঁর বলিউড সফর শুরু। তার পর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। এই তালিকায় ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো সিনেমা রয়েছে। ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর’-এর মতো রিয়ালিটি শোয়ের পাশাপাশি ‘স্পেশাল অপস’ সিরিজেও কাজ করেছেন সানা। ২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই গ্ল্যামার দুনিয়া ছাড়ার কথা সোশাল মিডিয়ায় জানান সানা।
নিজের দীর্ঘ পোস্টে সানা জানিয়েছিলেন, বহু বছর ধরে তিনি বিনোদন জগতে রয়েছেন। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরেই তাঁর মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনও সময় মৃত্যু আসতে পারে। মানুষের কি এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি নাকি বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিয়েছেন তিনি।
View this post on Instagram
সানার অনুরোধ ছিল, কেউ যেন তাঁকে আর পুরনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। কোনও কাজের জন্য না বলেন। তবে অভিনয় ছাড়লেও সানা স্পটলাইট থেকে পুরোপুরি সরে যাননি। মৌলানা স্বামীর সঙ্গে নিজের ঘরকন্নার নানা খবরাখবর তিনি সোশাল মিডিয়ায় দিতে থাকেন। গত বছরের ৫ জুলাই সানার প্রথম সন্তান সৈয়দ তারিক জামিলের জন্ম হয়। তারিক এবার বড় দাদা হতে চলেছে, সোশাল মিডিয়ায় শুক্রবারই এই সুখবর দেন সানা। নিজের পরিবারের জন্য সকালের কাছে আশীর্বাদও চান প্রাক্তন অভিনেত্রী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.