Advertisement
Advertisement

Breaking News

Sameer Wankhede Shah Rukh Khan

‘বাপ সে বাত কর’, শাহরুখের হুংকারে ফোঁস সমীর ওয়াংখেড়ের, পালটা ছোবল, ‘ভয় পাই নাকি?

ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের অপমান ভুলতে পারেননি শাহরুখ?

Sameer Wankhede shares cryptic post after SRK's viral 'Jawan' line | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 1, 2023 2:22 pm
  • Updated:September 1, 2023 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বেটে কো হাত লাগানে সে পেহেলে বাপ সে বাত কর…”, বৃহস্পতিবার ‘জওয়ান’-এর ট্রেলারে এমন দুরন্ত সংলাপ শুনে নেটপাড়ার পিলে প্রায় চমকে উঠেছিল! এই রগরগে ডায়লগ সমীর ওয়াংখেড়ের উদ্দেশেই নয় তো? প্রাক্তন এনসিবি কর্তাকে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি? এমন প্রশ্নে অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। নজর এড়ায়নি ওয়াংখেড়ের। সংলাপের মাধ্যমে শাহরুখের সিনেম্যাটিক হুঁশিয়ারি শুনতেই ফোঁস করে উঠলেন প্রাক্তন এনসিবি কর্তা। 

নেটপাড়ার একাংশের দাবি, বছর দেড়েক আগে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের অপমান ভুলতে পারেননি শাহরুখ (Shah Rukh Khan)! আর সেই ছাই চাপা আগুনের মতো রাগের বহিঃপ্রকাশই ‘জওয়ান’-এর ‘বাপ-বেটা’ ডায়লগ। তৎকালীন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-কর্তা সমীর ওয়াংখেড়ের প্রমোদতরী অভিযানের জেরেই ১ মাস শ্রীঘরে কাটাতে হয়েছিল বাদশাপুত্রকে। রাজপ্রাসাদ মন্নতের ওপরে ঘনিয়ে এসেছিল কালো মেঘ! সেই মাদক মামলায় আরিখান খান ছাড় পেলেও পরবর্তীতে এনসিবি কর্তার পদ খুইয়েছেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede )। এবার ‘জওয়ান’ ট্রেলার (Jawan Trailer) মুক্তি পেতেই শাহরুখের সংলাপকে হাতিয়ার করে প্রাক্তন এনসিবি কর্তাকে ট্রোল করা শুরু করেছেন কিং-ভক্তরা।

Advertisement

এবার সেই প্রেক্ষিতেই ইঙ্গিতপূর্ণ টুইটে সমীরের মন্তব্য, “আমি আগুন নিয়ে খেলেছি। আর যেসমস্ত সেতু জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছি, সেখানেই ভস্ম-নৃত্য করেছি। আমি কাউকে ভয় পাই না।” নিকোলে লিওনসের উদ্ধৃতি ধার করেই পালটা জবাব দিয়েছেন সমীর ওয়াংখেড়ে। পাশাপাশি তিনি এও লিখেছেন যে, “এই কোট আমাকে সবসময়ে অনুপ্রেরণা জুগিয়েছে।” আর সমীরের এমন টুইট দেখে শাহরুখ-ভক্তদের পালটা মন্তব্য, “এই তো গায়ে লেগেছে তো!”

[আরও পড়ুন: ‘ঘাঁট হয়েছে, আর কখনও নেড়া হব না, ক্ষ্যামা…’! কেন এমন বললেন শাহরুখ?]

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসে আরিয়ান খান মাদককাণ্ডের পর থেকে মন্নত-এর বাইরে পা রাখেননি শাহরুখ খান। বলেছিলেন, ”ছেলে বাড়ি ফিরুক, তারপর কাজ হবে।” একুশের গোটা অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত করে বিনিদ্র রজনী কাটিয়েছিলেন। শেষমেশ একমাস বাদে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে পেরে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বাবা শাহরুখ। তারপরও গোটা একমাস নিজেকে গুটিয়ে রেখেছিলেন লাইমলাইট থেকে। কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। স্থগিত ছিল ‘পাঠান’-এর শুটিং। শাহরুখের আগামী ছবি বয়কটের ডাকও উঠেছিল। খান পদবির জেরেও শাপ-শাপান্ত করা হয় অভিনেতাকে। চার বছর পর যখন ফিরলেন, সমস্ত নিন্দুকদের গালে চড় কষালেন বক্স অফিসের নম্বর দিয়ে। ‘পাঠান’ জানিয়ে দিয়েছিল শাহরুখ ‘জিন্দা হ্যায়’। ‘জওয়ান’-এর ট্রেলার দেখে এবার অনুরাগীরা বলছেন, সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে এই ছবি।

[আরও পড়ুন: ‘আলিয়াকে চাই!’, ‘জওয়ান’ ছবির ট্রেলারে শাহরুখের আবদার শুনে কী বললেন রণবীর ঘরনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement