সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। ইতিমধ্যেই এই বিয়ে নিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। থার উপর যখন থেকে রটেছে যে, শুধু জাঁকজমকই নয়, ৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন, তখন থেকেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। এই যেমন শুক্রবার হয়ে গেল নাগা চৈতন্যর গায়ে হলুদের অনুষ্ঠান। একদিকে যেমন দ্বিতীয় বিয়ের রীতি মানতে ব্যস্ত নাগা। ঠিক তখনই কাছের মানুষকে হারালেন সামান্থা। এদিনই সামান্থা হারালেন তাঁর বাবাকে।
বাবাকে জোসেফ রুথ প্রভুকে হারিয়ে সামান্থা সোশাল মিডিয়ায় লিখলেন, ‘‘বাবা যত দিন না ফের আমাদের দেখা হয়।’’
কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্য়বস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও। জানা গিয়েছে, নেটফ্লিক্সের কাছে তাঁদের বিয়ের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি এই বিষয়টি।
জানা গিয়েছে, নাগা-শোভিতার ইচ্ছে আক্কিনেনি নাগেশ্বর রাও তথা নাগা চৈতন্যর ঠাকুরদা পারিবারিক ঐতিহ্য ও সম্মান বজায় রেখে বিয়ে করতে। মনে করা হচ্ছে, বিবাহবাসর এমন কোনও জায়গায় করতে চাইছেন তাঁরা যাতে পরিবারের সমস্ত বয়স্ক মানুষও সহজে যোগ দিতে পারেন।
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.