Advertisement
Advertisement

Breaking News

Samantha Ruth Prabhu

এবার বলিউডে সামান্থা! করণ জোহরের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে দক্ষিণী নায়িকাকে?

সামান্থার সঙ্গে এই ছবিতে থাকবেন দক্ষিণী সুপারস্টার বিজয়।

Samantha Ruth Prabhu to feature in another dance number | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 26, 2022 2:11 pm
  • Updated:January 26, 2022 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গানেই একেবারেই বাজিমাত। গোটা দুনিয়ার নজরে এখন দক্ষিণী সুন্দরী সামান্থা প্রভু। আল্লু অর্জুনের পুষ্পা ছবিতে ‘ও অন্তাভা’ (Samantha )আইটেম নাচে রীতিমতো পর্দায় আগুন ছড়িয়েছেন সামান্থা। যা দেখে পুরুষের হৃদয়ে ঝড়। এই আইটেম গানে সামান্থার উষ্ণ আবেদন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শোনা যায়, এই গানের জন্য নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে ছিলেন তিনি। সামান্থার এই আইটেম নাচ নজর কেড়েছে বলিউড প্রযোজক করণ জোহরেরও। শোনা যাচ্ছে, করণ নাকি তাঁর নতুন ছবিতে একটি আইটেমের জন্য বেছে নিয়েছেন সামান্থাকে।

বলিউড সূত্র থেকে খবর পাওয়া অনুযায়ী, করণ জোহর (Karan Johar ) নাকি তাঁর ‘লাইগার’ ছবির এক আইটেম নাচের জন্য়ই সই করাতে চলেছেন সামান্থাকে। এই নিয়ে নাকি অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথার্বাতাও সেরে ফেলেছেন করণ। তবে শুধু সামান্থাই নয়, এই গানে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার বিজয় দেভরাকোন্ডাকেও। এই ছবি থেকেই বলিউড পা রাখছেন দক্ষিণী এই নায়ক।

Advertisement

[আরও পড়ুন: উইকিপিডিয়ায় উঠে এল যশের সঙ্গে নুসরতের সম্পর্কের রসায়ন, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]

তবে করণের এই প্রস্তাব নিয়ে সামান্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। গত বছর মনোজ বাজপেয়ির সঙ্গে জুটি বেঁধে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সামান্থা। প্রশংসিত হয়েছিল সামান্থার অভিনয়। শোনা যাচ্ছে, বলিউডের বেশ কয়েকজন পরিচালকের কাছ থেকেও ছবির অফার পেয়েছেন সামান্থা।

[আরও পড়ুন: আল্লু অর্জুনের ছবি হিন্দিতে মুক্তি নয়, প্রযোজককে হুমকি দিলেন কার্তিক আরিয়ান! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub