Advertisement
Advertisement

Breaking News

Samantha Ruth Prabhu

‘যন্ত্রণার শেষ নেই…’ সামান্থার জীবনে একের পর এক ঝড়! নাগা চৈতন্যই কি দায়ী?

নাগা ফের প্রেম করছেন, তবে সামান্থা আপাতত রয়েছেন একা!

Samantha Ruth Prabhu opens up about her life life struggle| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 10, 2023 5:10 pm
  • Updated:November 10, 2023 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্থা রুথ প্রভু। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী এই অভিনেত্রী। কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্য়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। তবে এবার সোজাসাপটা সামান্থা মুখ খুললেন তাঁর জীবনে ওঠা ঝড় নিয়ে। যে ঝড় তাঁর জীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছে।

সম্প্রতি এক সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে মনের কথা উজাড় করেছেন সামান্থা। সামান্থা জানালেন, ”জীবনে সবার ওঠা-নামা চলে। তবে যখন আমার জীবনে কঠিন সময় এল, তখনই বিয়ে ভাঙল। আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে দুদিকেই একসঙ্গে ঝড় উঠল। কাউকে বলিনি আমার যন্ত্রণার কথা। যা সহ্য করেছি, তা একাই।”

Advertisement

[আরও পড়ুন: ‘প্রাণ নেই’, রহমানের ‘লৌহ কপাট’কে তুলোধনা নজরুলের নাতনি অনিন্দিতা কাজীর]

সামান্থা আরও বলেন, ”যে অভিনেতারা কঠিন অসুখকে জয় করে সুস্থ হয়েছেন, তাঁদের কথা পড়তাম। অনুপ্রাণিত হতাম। কিন্তু মনে হতো এই যন্ত্রণার যেন শেষ নেই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

বিবাহবিচ্ছেদের পর নাগা ও সামান্থা নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। সামান্থা নতুন কোনও সম্পর্কে না জড়ালেও, শোনা যাচ্ছে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য।

[আরও পড়ুন: ‘কারার ওই লৌহ কপাট আপনার সম্পত্তি নয় মিস্টার রহমান’, রিমেক বিতর্কে চাঁচাছোলা রাঘব-শিলাজিৎরা]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub