Advertisement
Advertisement

Breaking News

Pushpa 2

মুক্তি পেল ‘পুষ্পা ২’র আইটেম সং ‘কিশিক’, ‘উ আন্টাভা’র ম্যাজিককে টেক্কা দিতে পারল?

৫ ডিসেম্বর মুক্তি পাবে 'পুষ্পা ২'।

Samantha praises Sreeleela's Kissik song from Pushpa 2
Published by: Akash Misra
  • Posted:November 26, 2024 3:20 pm
  • Updated:November 26, 2024 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে মুক্তি পায় পুষ্পা। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের এই ছবি শুধু দক্ষিণী বক্স অফিসে নয়, ঝড় তোলে গোটা দেশে। বিদেশের মাটিতেও আল্লু অর্জুনের পুষ্পা হইচই ফেলে দিয়েছিল। সেদিন থেকেই সিনেপ্রেমীদের নজরে ছিল, ‘পুষ্পা ২’-র দিকে। এই ছবির ট্রেলার মুক্তি পেতেই, ইঙ্গিত পাওয়া গেল, ‘পুষ্পা ২’ আর বড় ঝড়! তবে শুধুই পুষ্পা নয়, পুষ্পা ছবির ‘উ আন্টাভা’ গানটিও হইচই ফেলে দিয়েছিল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর দুরন্ত নাচে দেখে বেকাবু হয়েছিল আট থেকে আশি। যেকোনও পার্টিতে, সোশাল মিডিয়ার রিলসে সেই সময় একটাই গান ‘উ আন্টাভা’।

পুষ্পা ২ ছবিতেও রয়েছে ‘উ আন্টাভা’র মতো একটি আইটেম নম্বর। তবে এবার আর সামান্থা নয়, বরং দক্ষিণী সুন্দরী শ্রীলীলাই আইটেম গার্ল হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ছবিতে। আর গানটি হল ‘কিশিক’। সম্প্রতি মুক্তি পেল পুষ্পা ২-এর এই আইটেম গান। তবে ভিডিও নয়। অডিওতেই দুধের স্বাদ আপাতত ঘোলে মেটাল পুষ্পা টিম। আর গান প্রকাশ পেতেই নেটপাড়ায় বিতর্ক। অনেকেই মনে করছেন, ‘উ আন্টাভা’ গানের ম্যাজিকের কাছে নতুন গান একেবারেই ডাহা ফেল। এমনকী, সামান্থার রূপযৌবনের সামেন একেবারেই ফুকে শ্রীলীলা। তবে এখনও ভিডিও প্রকাশ্যে আসা বাকি।

Advertisement

বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement