সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তার পরই দক্ষিণী রীতি মেনে এক হবেন নাগার্জুনপুত্র নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সামান্থা রুথ প্রভুর নাম এখন নাগা চৈতন্য জীবনে অতীত। এমনকী সামান্তা-নাগার ডিভোর্স নিয়ে যখন মন্ত্রী কোন্ডা সুরেখা বিতর্কিত মন্তব্য করেছিলেন, তখনও জবাবি বিবৃতিতে প্রাক্তন স্ত্রীর নাম এড়িয়ে গিয়েছিলেন নাগার্জুনপুত্র। কিন্তু সামান্থা নামটির বিশেষ গুরুত্ব তাঁর জীবনে থেকেই যাচ্ছে।
কীভাবে সামান্থার নাম এখনও জুড়ে থাকছে নাগা-শোভিতার সঙ্গে? আত্মীয়তার সূত্রে। আসলে শোভিতার বোনের নাম সামান্থা। ‘মঙ্গলস্নান’-এর একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে। আবার নিজেও শেয়ার করেছেন বিয়ের অনুষ্ঠানের ছবি। শোভিতার এই বোন পেশায় চিকিৎসক। বিয়েও করেছেন একজন চিকিৎসককে। যাঁর নাম সাহিল গুপ্ত।
View this post on Instagram
প্রসঙ্গত, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময়ে হায়দরাবাদে ‘মাঙ্কিম্যান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।
View this post on Instagram
৪ ডিসেম্বর বিয়ে নাগা-শোভিতার। ইতিমধ্যেই এই বিয়ে নিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। তার উপর যখন থেকে রটেছে যে, শুধু জাঁকজমকই নয়, ৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন, তখন থেকেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। সেই ব্যবস্থা নাকি করে দিচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। নাগা ও শোভিতার বিয়ের ভিডিওর স্বত্ব ৫০ কোটি টাকায় কিনে নিচ্ছে এই প্ল্যাটফর্ম, এমন জল্পনা শোনা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.