Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

এবার সলমনের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা

‘টাইগার ৩’ মুক্তি পাচ্ছে দিওয়ালিতে।

Salman Khan's Tiger 3 song Ruaan's lyrical video OUT | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 6, 2023 9:08 pm
  • Updated:November 6, 2023 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালি যত এগিয়ে আসছে, ততই সলমনভক্তদের মধ্যে ‘টাইগার ৩’ (Tiger 3) নিয়ে চড়ছে উত্তেজনার পারদ চড়ছে। আর সেই উন্মাদনা আরও খানিকটা বাড়িয়ে দিল ছবির নতুন গান।

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে চর্চা জোরদার হয়েছে। শাহরুখ খান, হৃতিক রোশনের সঙ্গে কি আরও কাউকে দেখা যাবে এই বিগ বাজেটের ছবিতে? কৌতূহলী সিনেপ্রেমীরা। তাছাড়া ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি। এমন পরিস্থিতিতে সলমন খান (Salman Khan) বক্স অফিসে কী পারফর্ম করেন, সেদিকেও নজর রয়েছে। এই আবহেই নয়া গানের লিরিক্স ভিডিও এনে খেলা আরও জমিয়ে দিলেন বলিউডের সুলতান।

Advertisement

[আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, মুখ খুললেন মমতা]

‘রুয়াঁ’ নামের রোম্যান্টিক গানে দেখা যাচ্ছে সলমন ও ক্যাটরিনাকে। ‘লেকে প্রভু কা নাম’ গানের পর এই গানও গেয়েছেন অরিজিৎ সিং। টাইগার সিরিজের আগের ছবিগুলির রোম্যান্টিক গানগুলি সুপারহিট হয়েছিল। এবার প্রথমবার সলমনের জন্য ভালোবাসার গান গাইলেন অরিজিৎ। স্বাভাবিকভাবেই অরিজিৎ ও সলমনের যুগলবন্দি পর্দায় কতটা চোখ টানবে, তার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা।

শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রবিবার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয়েছে। মণীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সলমন। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

[আরও পড়ুন: দিওয়ালিতে মোদির ‘লোকাল’ ক্যাম্পেনের ‘ভোকাল’ মুখ সিরিয়ালের ‘অনুপমা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement