Advertisement
Advertisement

Breaking News

Tiger 3

তোয়ালে পরা ক্যাটরিনায় আপত্তি, তিন দেশে নিষিদ্ধ ‘টাইগার ৩’!

রবিবার মুক্তি পাচ্ছে সলমন ও ক্যাটরিনার এই ছবি।

Salman Khan's 'Tiger 3' been BANNED in Oman, Kuwait, Qatar: Report| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 10, 2023 10:51 am
  • Updated:November 10, 2023 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মুক্তি পেতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি টাইগার ৩। ইতিমধ্য়ে বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে হইচই ফেলেছে ছবি। দেশের বহু প্রেক্ষাগৃহেই কাকভোর থেকে ‘টাইগার ৩’-এর শো। সলমনের এই ছবি নিয়ে যখন গোটা দুনিয়া জুড়ে শোরগোল, ঠিক তখনই শোনা গেল তিন দেশে নাকি নিষিদ্ধ ‘টাইগার ৩’ ছবির প্রদর্শন! এক ইংরেজি সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, ওমান, কুয়েত ও কাতারের সলমনভক্তরা নাকি দেখতে পারবেন না টাইগার ৩!

তা কেন এই তিন দেশে নিষিদ্ধ হল টাইগার ৩?

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘টাইগার ৩’ ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এই তিন দেশের। তাঁদের দাবি, এই ধরনের দৃশ্য় দেশের সংস্কৃতিকে আঘাত করবে। সূত্র বলছে, বিশেষ করে ক্য়াটরিনার তোয়ালে পরা অ্য়াকশন দৃশ্য় নিয়েই আপত্তি। এছাড়া ছবিতে যেভাবে হিংসা দেখানো হয়েছে তা নিয়েও আপত্তি রয়েছে এই তিনদেশের।

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

অগ্রীম বুকিংয়ে ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে ‘টাইগার ৩’। এই ছবি দিয়েই যে ফের পুরনো ঝাঁজে ফিরতে চলেছেন ভাইজান, তা অগ্রীম বুকিংয়ের গ্রাফ দেখে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা। মুক্তির আগেই কয়েক কোটি টাকা ঢুকেছে সলমনের পকেটে। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যেই হিট। পরিস্থিতি বুঝে অনেক জায়গাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে শোয়ের সংখ্যা। শুধু ভারতে নয় দুবাইয়েও মধ্য রাত থেকে সলমন খানের ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হল মালিকেরা। দেশেও প্রথম শো থাকছে সকাল ৬টা থেকে।

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement