Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

সলমনের নাম করে কনসার্টের টিকিট বিক্রি! আগেভাগে ভক্তদের সতর্ক করল ‘দাবাং’ টিম

সত্যিই মার্কিন মুলুকে কনসার্ট করবেন ভাইজান?

Salman Khan’s team warns US fans against buying 2024 tickets
Published by: Akash Misra
  • Posted:September 16, 2024 5:51 pm
  • Updated:September 16, 2024 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই রটে গেল মার্কিন মুলুকে সলমন নাকি কনসার্ট করতে যাচ্ছেন। এমনকী, এই রটে যাওয়া খবরেই সলমনের নামে টিকিট বুকিং সাইটে, টিকিট বিক্রিও শুরু। তাহলে কী সত্যিই মার্কিন মুলুকে কনসার্ট করবেন ভাইজান?

সোমবার সলমন খানের ম্যানেজার সোশাল মিডিয়ায় সলমন ভক্তদের উদ্দেশ্য করে লিখলেন, যে টিকিট বুকিং সাইটটা প্রকাশ্যে এসেছে। ওটা একেবারেই ভুয়ো। সলমনের কোনও কনসার্ট মার্কিন মুলুকে হচ্ছে না। দয়া করে টিকিট কাটবেন না।

Advertisement

সলমনকে (Salman Khan) সাধারণত গম্ভীর মুখেই দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও অনেকবার মেজাজ হারিয়েছেন তিনি। তবে ৮ সেপ্টেম্বর, রবিবার বোন অর্পিতার বাড়ির গণপতি বিসর্জনের শেষপাতে পরিবারের সদস্যদের সঙ্গে নেচে বাজিমাত করলেন ভাইজান। সেই ভিডিওই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। অর্পিতা খান, আয়ুষ শর্মা, সোহেল খান, আরবাজ খান, আরহান, নির্বাণ, আলিজা অগ্নিহোত্রী-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাজির ছিলেন অর্পিতা শর্মার গণপতি বিসর্জনের অনুষ্ঠানে। সেখানেই নাচতে দেখা যায় ভাইজানকে।

প্রসঙ্গত, পাঁজরে চোট পেয়েছেন সলমন খান। তবে শারীরিক পরিস্থিতি যেমনই হোক না কেন, কর্তব্যে অবিচল তিনি। তাই তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী তথা স্বনামধন্যা সমাজকর্মী আম্রুতা ফড়নবিসের আমন্ত্রণ পেয়েই সেই অনুষ্ঠানে যোগ দেন সলমন খান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরনে ধূসর টিশার্ট। চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সোফা থেকে উঠতে গিয়ে বেগ পেতে হচ্ছে ভাইজানকে। সেই একই অনুষ্ঠানে হাজির ছিলেন সোনালি বেন্দ্রেও। অভিনেত্রীকে অভিবাদন জানাতে যে-ই উঠতে যাবেন, ঠিক তখনই আবার বিপত্তি! বুকের ব্যথায় নড়তে পারছেন না সলমন।

gf

আয়ুষ-অর্পিতার গণেশ চতুর্থীর অনুষ্ঠান থেকে সলমন খানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভাইজানকে চশমা পরে দেখা গিয়েছে। সেই ভিডিওতেই দেখা গেল চশমা চোখে হতবাক হয়ে কিছু একটা প্রত্যক্ষ করছেন তিনি। তবে বোনের বাড়ির অনুষ্ঠানেও কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন সলমন খান। গতবছরই বলিউড সুপারস্টারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। মাসখানেক আগে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতীরা গুলিও চালায়।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement