সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর খুনের হুমকি। বাড়িতে হামলা। সলমন খানের (Salman Khan) নিরাপত্তা নিয়ে চিন্তিত গোটা বলিউড। বিনোদুনিয়া থেকে প্রশাসনের অন্দরমহলে তোলপাড় পড়ে গিয়েছে ভাইজানের জন্য। খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সলমনের বাড়িতে গিয়ে তাঁর নিরাপত্তা আশ্বস্ত করে এসেছেন। হামলাকারী বিষ্ণোই গ্যাংকে ‘খতম করার’ জন্য বলিউডের সিনে সংগঠনের তরফে চিঠি গিয়েছিল মোদি-শাহর দপ্তরেও। Y ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে থাকলেও সলমন খান কতটা নিরাপদ? সেই বিষয়ে উদ্বিগ্ন সকলে। এসবের মাঝেই নিজামুদ্দিন দরগায় গিয়ে ভাইজানের জন্য প্রার্থনা করলেন বোন অর্পিতা খান শর্মা।
শুক্রবার কড়া নিরাপত্তায় মুড়ে দুবাই গিয়েছিলেন সলমন। রবিবার রাতে ফিরেও এসেছেন। তার পরই সন্তান আহিলকে নিয়ে ভাইজানের মঙ্গলকামনায় দরগায় ছুটলেন অর্পিতা। মাথায় ওড়না টেনে ‘ধাগা’ বেঁধে প্রার্থনা করতে দেখা গেল তাঁকে। রক্তের সম্পর্ক না থাকলেও অর্পিতা যেন সলমনের প্রাণ। বোনও তাই। ভাইজানের কথাই তাঁর কাছে বেদবাক্যর মতো। গত রবিবার ভোররাতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা হওয়ার পর দুই ভাই সোহেল, আরবাজরা ছুটে গেলেও বোন অর্পিতাকে দেখা যায়নি! ভাইজান নিজেও বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের নিষেধ করেছিলেন গ্যালাক্সিতে না আসতে। তিনি চাননি ওই আবাসনের অন্য কারও এরজন্যে অসুবিধে হোক। এবার ভাইজান যাতে নিরাপদে থাকেন, সেই সুবাদেই দরগায় কাতর প্রার্থনা অর্পিতা খান শর্মার।
View this post on Instagram
এদিকে সলমনের ভগ্নিপতি গোলাগুলির ঘটনা প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন। আয়ুশ শর্মা জানান, “আমাদের পরিবারের সকলের জন্য খুব কঠিন সময়। আর পরিবার হিসেবে সকলে একে-অপরের পাশে রয়েছি।” শুধু তাই নয়, পাশাপাশি মুম্বই পুলিশের তারিফও শোনা যায় আয়ুশের মুখে। তিনি বলেন, মুম্বই পুলিশ খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। এখনও বিষয়টির তদন্ত চলছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বই পুলিশ সম্ভবত খুব শিগগিরিই বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.