Advertisement
Advertisement
Salman Khan

বক্স অফিসে ঘুরছে খেলা! ট্রেলারে খেল দেখাল ‘সিকন্দর’ সলমন

অ্যাকশন-রোমান্স-ড্রামায় ভরপুর সলমনের 'সিকন্দর'-এর ট্রেলার।

Salman Khan's Sikandar trailer packs punches, romance and drama

ছবি ইনস্টাগ্রাম

Published by: Manasi Nath
  • Posted:March 23, 2025 8:03 pm
  • Updated:March 23, 2025 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটপাড়ায় হইহই কাণ্ড! প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সলমন খানের ‘সিকন্দর’ ছবির ট্রেলার। দর্শকরা যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই হল। ট্রেলারে একবারে ধামাকাদার এন্ট্রি নিলেন ‘সিকন্দর’ সলমন। টিজারে অবশ্য এর ঝলক মিলেছিল। এবার তারই প্রতিচ্ছবি দেখা গেল ট্রেলারে।

তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ট্রেলার একদম অ্যাকশন প্যাকড বলা চলে। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেকদিন পর সুপারস্টার সলমনকে আবার দেখা গেল পুরনো মেজাজে। বলিউডের আট-নয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির ‘সিকন্দর’। অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা।

Advertisement

রবিসন্ধ্যায় মুম্বইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ট্রেলারের আনুষ্ঠানিক প্রকাশ করেন সলমন স্বয়ং। অনুষ্ঠানে ভাইজান হাজির হয়েছিলেন ৮৯ বছর বয়সি বাবা সেলিম খানকে সঙ্গী করে। ছবির পরিচালক এ আর মুরুগাদোস, নায়িকা রশ্মিকা মন্দানা-সহ অন্যান্য তারকারাও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন।

ট্রেলারে যেমন অ্যাকশন অবতারে সলমন নজর কেড়েছেন তেমন রশ্মিকা-সলমনের রোমান্সের ঝলকও চোখে পড়ার মতো। ট্রেলারে দেখা যাচ্ছে ‘সিকন্দর’ সলমন সমাজের অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজকে শোধরাতে একাহাতে দায়িত্ব তুলে নেয় ‘সিকন্দর’। ‘শত্রুদের ত্রাস,দুস্থদের রবিনহুড’ হয়ে একেবারে মারকাটারি ইমেজে হাজির সলমন। যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসেন সলমনের ‘সিকন্দর’ যে তাদের মন ভরাবেই সেকথা বলাই যায়। এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে ছবিটি। অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সলমনের ‘ইদি’ যে ‘সিকন্দর’-ই হতে চলেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এবার সলমনের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!
দেখুন ট্রেলার:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement