সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল শুক্রবার সলমনের ৫৯ তম জন্মদিনে মুক্তি পাবে তাঁর নতুন ছবি সিকন্দর-এর টিজার। বৃহস্পতিবার প্রথম ঝলক প্রকাশ্য়ে এনে, এমনই ঘোষণা করেছিলেন বলিউডের ভাইজান। তবে বৃহস্পতিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে (Manmohan Singh Dies) গোটা দেশ শোকের ছায়ায়। এমন পরিস্থিতিতে যে নতুন ছবির টিজার রিলিজ করা ঠিক হবে না, তা বুঝতেই পেরেছেন সলমন খান ও সিকন্দর টিম। আর তাই তো, পিছিয়ে দেওয়া হল টিজার মুক্তির তারিখ। সিকন্দর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের পরিবর্তে এই ছবির টিজার মুক্তি পাবে ২৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ।
গত কয়েকমাস ধরে প্রায় রোজই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। এমনকী, এপ্রিল মাসে তো তাঁর বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণের ঘটনায়, তাঁকে প্রাণে মারার ছকের কথাও সামনে আসে। এরপর কখনও ফোনে, কখনও হোয়াটসঅ্যাপে, কখনও আবার ডাকযোগে, সলমনকে প্রাণে মারার হুমকি! তবে বলিউডের দাবাং খান এসবকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। নিরাপত্তা আরও কড়া করেছেন অবশ্য। কিন্তু নিজের বিন্দাস মেজাজেই ছবির শুটিং, বিগ বসের ঘরে কিংবা নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আর এবার সব হুমকিকে একপাশে সরিয়ে সলমনের গোটা মন এখন সিকন্দরের দিকে!
‘দাবাং’, ‘ভাইজান’, টাইগারের পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি সলমন। আর সেই অবতারই হল ‘সিকন্দর’। আগামী বছর ইদেই ‘সিকন্দর’ হয়ে পর্দায় আসছেন সলমন খান। সেই অবতারেরই ঝলক দেখালেন বলিউডের ভাইজান। হাতে ধারালো অস্ত্র নিয়ে সিকন্দর অবতারে ধরা দিলেন তিনি। প্রথম ঝলকেই সলমন যেন বুঝিয়ে দিলেন, তাঁকে দমিয়ে রাখা সহজ নয়!
In light of the passing of our esteemed former Prime Minister Manmohan Singh Ji, we regret to announce that the release of the Sikandar teaser has been postponed to 28th December 11:07 AM. Our thoughts are with the nation during this time of mourning. Thank you for understanding.…
— Nadiadwala Grandson (@NGEMovies) December 27, 2024
শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর ৫৯ পা দিলেন সলমন। আর এই জন্মদিনেই অনুরাগীদের বড়সড় সারপ্রাইজ দিতে চলেছেন তিনি। ‘সিকন্দর’ ছবির প্রথম ঝলক প্রকাশ করে সলমন জানিয়ে দিলেন, শুক্রবার জন্মদিনে প্রকাশ্যে আসবে ‘সিকন্দর’ ছবির টিজার।
সলমনের ‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানা। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.