সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্পিতা খান এবং আলভিরা খান ছাড়াও সলমন খানের (Salman Khan) আরও এক বোন রয়েছে। রক্তের সম্পর্ক না থাকলেও ভাইজানের পরিবারেরই সদস্য হয়ে উঠেছেন তিনি। প্রতিবার নিয়ম করে সলমনকে রাখিও পরান শ্বেতা রোহিরা (Shweta Rohira)। পথ দুর্ঘটনায় তিনিই গুরুতর জখম হয়ে হাসপাতালে শয্যাশায়ী। শরীরের একাধির হাড় ভেঙেছে। মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড। ঠিক কী পরিস্থিতি শ্বেতার শরীরের? হাসপাতালের বেড থেকে নিজেই জানালেন।
সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শ্বেতা। সেখানেই দেখা গেল তাঁর মুখে ব্যান্ডেজ। এক পা পুরোপুরি ব্যান্ডেজে বাঁধা। হাতও ভেঙেছে। সব মিলিয়ে করুণ পরিস্থিতি শ্বেতা রোহির। ক্যাপশনে লিখেছেন, “জীবন কি অদ্ভুত, তাই না? মুহূর্তের মধ্যে আপনি যখন গুনগুন করে ‘কাল হো না হো’ গান গাইছেন, আপনার দিনটিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, ঠিক তার পরমুহূর্তেই আপনার জীবন বদলে যায়। আমার কোনও দোষ না থাকা সত্ত্বেও হঠাৎ করে আবিষ্কার করলাম যে হাঁটতে হাঁটতে আমি উড়তে শুরু করে দিয়েছি। ঠিক বলিউডের স্লো মোশনের মতো। এরপরই নিজেকে হাসপাতালে বিছানায় পেলাম।”
View this post on Instagram
সেই পোস্টেই মানসিক জোরের কথা বললেন শ্বেতা। তিনি লিখেছেন, “জীবন কখনও কখনও আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে ভাঙতে চায়, এতে আপনি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন। ওই যে কথায় বলে না, ধ্বংস নির্মাণের পথ প্রশস্ত করে দেয়। আমি জানি, এটা শুধুমাত্র একটা বাজে অধ্যায়, গোটা জীবন নয়। আমার খারাপ সময়ও কেটে যাবে।” শ্বেতা রোহিরার আরও একটি পরিচয় রয়েছে, তিনি পুলকিত শর্মার প্রাক্তন স্ত্রীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.