Advertisement
Advertisement
Salman Khan

‘বাচ্চাটা বড় হয়ে গেল!’ আমিরের মেয়েকে দেখে মন্তব্য সলমনের, ব্যাপারটা কী?

আমিরকন্যা ইরাকে আদরে ভরালেন সলমন।

Salman Khan's Post For Aamir's Daughter Ira| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 5, 2023 4:20 pm
  • Updated:October 5, 2023 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো শত্রুতাকে ভুলে ফের বন্ধুত্বের দিকে আজকাল হাত বাড়াচ্ছেন সলমন। তা শাহরুখ হোক বা আমির। সলমন কিন্তু পুরনো বন্ধুর দিকেই এগিয়ে যাচ্ছেন বার বার। আর শুধু কী আর বন্ধু! বন্ধুর পরিবারের সঙ্গেও ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকাকেই গুরুত্ব দিচ্ছেন সলমন খান।

এই যেমন সম্প্রতি আমিরকন্যার প্রশংসায় পঞ্চমুখ হলেন সলমন। আমিরকন্যা ইরার সাম্প্রতিক কাণ্ড দেখে খুশির জোয়ারে ভাসলেন সলমন।

Advertisement

কাণ্ডটা হল, সোশাল মিডিয়ায় মেন্টাল হেলথ নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য বিশেষ দায়িত্ব কাঁধে নিয়েছেন ইরা। নানা সময়ই তাঁকে সোশাল মিডিয়ায় নানা ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিওই দেখেই সলমনের মন্তব্য, ”দারুণ, বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। অনেক শক্তিশালীও হয়ে গিয়েছে। বুদ্ধিমতীও হয়ে গিয়েছে। ভগবান তোমার ভাল করুক।”

[আরও পড়ুন: ‘মাঝরাতে বিকট আওয়াজ’, মায়ের সঙ্গে সিকিমে ভয়াবহ অভিজ্ঞতা ‘নন্দী সিস্টার্স’-এর অন্তরার]

প্রসঙ্গত, গত ৪ বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা কখনওই লুকোননি আমির খানের (Aamir Khan) মেয়ে। সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মনের কথা অনুরাগীদের খুলে বলেছেন তিনি। এবার তিনি জানালেন, তাঁর এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তাঁর মনে হয়। আর সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথাও জানান তারকাকন্যা।

ইরা বলেছিলেন, “প্রায় এক বছর পর জানতে পেরেছিলাম ওরা ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছিল। কারণ ওরা আমার শ্লীলতাহানিই করতে চেয়েছিল। এই পরিস্থিতি থেকে বেরতে আমি সঙ্গে সঙ্গে মা-বাবাকে ই-মেল মারফত সব জানাই।” কে বা কারা তাঁর শ্লীলতাহানি করেছিল, সে বিষয়ে যদিও বিস্তারিত বলেননি তিনি। তবে ওই সব দিনগুলি কাটিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন বলেই জানান ইরা।

[আরও পড়ুন: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে কেন রণবীর কাপুরকে তলব ইডির? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement