সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবৃষ্টি, প্রকাশ্য রাস্তায় সলমন-বন্ধু বাবা সিদ্দিকির হত্যা, একের পর এক প্রাণনাশের হুমকি – প্রায় গোটা বছরটাই আতঙ্কের মধ্যে কেটেছে সলমন খান ও তাঁর পরিবারের। ছেলেকে নিয়ে খুবই দুশ্চিন্তায় সালমা খান। সলমনের সুরক্ষার প্রার্থনা জানাতে সিরডি সাই বাবার দরবারে গিয়েছিলেন তিনি।
গত ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন সলমন। প্রাণনাশের হুমকির জেরে এবারের জন্মদিনে আর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দাতেও দেখা যায়নি ভাইজানকে। গতবারও নিজের ফ্ল্যাটের এই বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু এবারে লরেন্স বিষ্ণোইর গ্যাংয়ের নিশানায় ভাইজান। তাই তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপেই হয়েছে জামনগরের জন্মদিনের সেলিব্রেশন।
জামনগরের সেলিব্রেশন পর্ব মিটতেই সিরডির সাই বাবার দরবারে যান সালমা খান। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে আলভিরা ও জামাই অতুল অগ্নিহোত্রি। শোনা গিয়েছে, ভক্তিভরে সাই বাবাকে প্রণাম করেন সালমা খান। সলমন-সহ গোটা পরিবারের মঙ্গল কামনা করেন তিনি। জন্মসূত্রে, সালমা খানের নাম সুশীলা চরক। হিন্দু পরিবারে বড় হয়েছেন তিনি। সেলিম খানকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেন।
View this post on Instagram
মা-বাবার বাধ্য থেলে সলমন। বাবা যদি তাঁর সামনে থাকে তাহলে নাকি ভাইজান চেয়ারে পর্যন্ত বসেন না। শ্রদ্ধায় মাথা নত করে দাঁড়িয়ে থাকেন। তবে এবারে ইদের বক্স অফিসে আবারও ‘দাবাং’ মুডে কামব্যাক করছেন বলিউডের সুলতান। জন্মদিনের ঠিক পরেই প্রকাশ করেছেন ‘সিকন্দর’-এর টিজার। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি ছবিতে সলমনের পাশাপাশি দেখা যাবে রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।
Thank u all for your birthday wishes.. much appreciated. Hope you like the teaser of Sikandar….#SikandarTeaser https://t.co/3odhAvSVgR #SajidNadiadwala’s #Sikandar
Directed by @ARMurugadoss@iamRashmika @DOP_Tirru@NGEMovies @WardaNadiadwala#SikandarEid2025 pic.twitter.com/5f2pQBngYE— Salman Khan (@BeingSalmanKhan) December 28, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.