Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘পাঠানে’র প্রেক্ষাগৃহেই প্রকাশ্যে সলমনের নয়া ছবির টিজার, সিনেমাহল জুড়ে শিশ-হাততালি!

দেখে নিন সদ্য মুক্তি পাওয়া টিজার।

Salman Khan's Kisi Ka Bhai Kisi Ki Jaan Teaser out | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 25, 2023 10:13 am
  • Updated:January 25, 2023 3:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরটা আগেই জানিয়ে রেখেছিলেন সলমন খান। তাই উত্তেজনার পারদও চড়েছিল চড় চড় করে। অবশেষে সিনেমা হলে ‘পাঠান’ দেখতে এসে চওড়া হাসি ভাইজানের ভক্তদের মুখে। মুক্তি পেল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির টিজার।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ‘পাঠান’ ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক শাহরুখ খানের (Shah Rukh Khan)। নানা বিতর্ক পেরিয়ে দেশজুড়ে শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। প্রায় প্রতিটি সিনেমা হলের সামনেই দর্শকের লম্বা লাইন। প্রিয় তারকাকে দেখতে উৎসুক অনুরাগীরা। তবে ছবি শুরুর আগেই স্ক্রিনে ভেসে উঠলেন বলিউডের আরেক খান। প্রকাশ্যে সলমনের নয়া ছবির টিজার। ২৫ জানুয়ারি ‘পাঠানে’র প্রেক্ষাগৃহেই যে ছবির টিজার মুক্তি পাবে, তা আগেই জানিয়ে রেখেছিলেন সল্লু মিঞা। আর এদিন হলে ঢুকেই তার সাক্ষী রইলেন দর্শকরা।

Advertisement

Salman

[আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে বিপুল তছরুপের অভিযোগ! জনস্বার্থ মামলায় CAG এবং অর্থসচিবকে জুড়তে বলল হাই কোর্ট]

লম্বা চুল আর সানগ্লাস চোখে ভাইজানের এন্ট্রিতে হলজুড়ে হাততালি। সলমনের (Salman Khan) নাম নিয়ে গলা ফাটা চিৎকার আর শিশ পড়তে থাকে। আর সিনেমা হলের সেই প্রিন্টই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। টিজারে কখনও দাবাং রূপী সলমন ধরা দেন অ্যাকশন হিরো হিসেবে তো কখনও দক্ষিণী সাজে চমক দেন অভিনেতা। চলতি বছর ইদে অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। প্রথমে ছবির নাম দেওয়া হয়েছিল ‘কভি ইদ কভি দিওয়ালি।’ কিন্তু বিতর্ক এড়াতে পরবর্তীতে নাম বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) রাখা হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘বীরম’-এরই রিমেক এই ছবি। সলমন ছাড়াও ছবিতে দেখা যাবে পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, বিজেন্দর সিং। সলমনের হাত ধরে এই ছবিতেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শেহনাজ গিল।

তবে প্রেক্ষাগৃহে শুধু সলমনের নয়া ছবির টিজার নয়, ‘পাঠান’ ছবিতেও সলমনকে দেখতে পাবেন দর্শকরা। কারণ কিং খানের ছবিতে মিনিট ২০ স্ক্রিনে উপস্থিত থাকবেন ভাইজান। সব মিলিয়ে সাধারণতন্ত্র দিবসের আগে মুখে হাসি সিনেপ্রেমীদের।

[আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে জরিমানা, মদ্যপ যাত্রীদের দুর্ব্যবহার রুখতে নয়া নিয়ম বিমান সংস্থায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement