Advertisement
Advertisement
Salman Khan

সলমনের বাড়িতে হামলা, বেজায় চিন্তায় প্রাক্তন প্রেমিকা, কী প্রার্থনা করলেন?

হামলার খবর পেয়েই নাকি চমকে গিয়েছিলেন তিনি।

Salman Khan’s former GF Somy Ali reacted to the firing incident
Published by: Suparna Majumder
  • Posted:May 11, 2024 6:28 pm
  • Updated:May 11, 2024 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উদ্বিগ্ন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলিউডের সুলতানের জন্য বেজায় চিন্তা তাঁর প্রাক্তনের। ‘শত্রুর সঙ্গেও যেন এমনটা না হয়’, প্রার্থনা তাঁর।

Somy Ali has recalled her relationship with the actor Salman Khan| Sangbad Pratidin

Advertisement

পয়লা বৈশাখের দিন আচমকাই সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়েছে।

[আরও পড়ুন: ‘ফিল্মি’ রাসেলের বলিউড অভিষেক! ‘বালিকা বধূ’র হাত ধরে নাচ কেকেআর স্টারের]

এই ঘটনা শুনেই নাকি চমকে গিয়েছিলেন সোমি। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “সলমনের সঙ্গে যা হচ্ছে এমনটা যেন আমার শত্রুর সঙ্গেও না হয়। অতীতে যাই হয়ে যাক না কেন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেন কাউকে যেতে না হয়। আমার প্রার্থনা ওর সঙ্গেই আছে। যাই হয়ে যাক না কেন। অতীতের কথা অতীতেই থাক। এমনটা আমি কারও জন্য চাই না তা সে সলমন হোক, শাহরুখ হোক বা আমার প্রতিবেশী হোক।” সলমনের পরিবারের জন্যও এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতি চান না বলে জানান সোমি।

শোনা যায়, ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন সোমি। সে সম্পর্ক যে খুব একটা সুখের ছিল না, তা এর আগে একাধিকবার উঠে এসেছে সোমির কথায়। সলমন তাঁর উপর শারীরিক নির্যাতনও করতেন, এমনই দাবি ছিল তাঁর। এক সময় সোমি নাকি এও বলেছিলেন, “সলমন আমাকে সব সময় অপমান করত। আমি কুৎসিত, বোকা আর বোধহীন সে কথাও বলত সবাইকে। আমাকে বোঝাত, আমার কোনও দাম নেই। সেই সঙ্গে একের পর এক মহিলার সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গিয়েছি।”

[আরও পড়ুন: ‘রাতে শুতে পারলে আরও মজা লাগে’, ভোট প্রচারে ট্রেনে উঠে নস্ট্যালজিক রচনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement