Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘তোমাকেই বিয়ে করতে চাই’! সলমনের ফার্মহাউসের বাইরে থেকে আটক রহস্যময়ী

প্রাণনাশের সংশয়ের মাঝেই 'উটকো ঝামেলা' সলমনের।

Salman Khan's fangirl detained for roaming around of his farmhouse
Published by: Sulaya Singha
  • Posted:June 2, 2024 10:20 pm
  • Updated:June 2, 2024 10:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণনাশের সংশয় সলমন খানের। বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা তাঁর বাড়িতে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। যার পর বাড়ানো হয়েছে দাবাং খানের নিরাপত্তা। আর এই আবহেই এবার এক রহস্যময়ীকে আটক করল পুলিশ। অভিযোগ, মহারাষ্ট্রের পানভেলে সলমনের ফার্মহাউসের আশপাশে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, বছর চব্বিশের ওই যুবতীর বাড়ি দিল্লিতে। তিনি ভাইজানের জাবরা ফ্যান। শুধু ফ্যান বললেও ভুল বলা হবে। সলমনকে বিয়ে করতে আগ্রহী তিনি। আর সেই বিয়ের প্রস্তাব দিতেই নাকি পানভেলের ফার্মহাউসের সামনে পৌঁছে গিয়েছিলেন যুবতী। কিন্তু সল্লু মিঞাকে ঘিরে যেভাবে প্রতিকূল আবহ তৈরি হয়েছে, তাতে ঝুঁকি নেন তাঁর প্রতিবেশীরাও। যুবতীকে সলমনের ফার্মহাউসে উঁকি মারতে দেখেই তাঁরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে আটক করে কাউন্সেলিংয়ের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে নিয়ে যায় পানভেলের তালুকা থানার পুলিশ। যদিও সে সময় ফার্মহাউসে ছিলেন না সলমন (Salman Khan)।

Advertisement

[আরও পড়ুন: লাল ছাপিয়ে সবুজ হয়ে গেরুয়া! এক দশকে কীভাবে বদলাল বাংলার ভোট মানচিত্র?]

যুবতীর মানসিক পরিস্থিতি স্থিতিশীল কিনা, তা খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারে, হাসপাতালে তাঁর মানসিক চিকিৎসা চলছিল। এর পরও শুধুমাত্র সলমনকে বিয়ে করার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে একাই নবি মুম্বই পৌঁছে যান যুবতী। তবে এই ঘটনার পরই খবর দেওয়া হয় তাঁর অভিভাবকদের। তাঁরা এসে মেয়ের কাউন্সেলিংয়ের পর বাড়ি নিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল আচমকাই সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। আগেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন আরও একজন মুম্বই পুলিশের জালে ধরা পড়েছে।

[আরও পড়ুন: সমস্ত এক্সিট পোলের উলটো আভাস, AI-এর সমীক্ষায় ব্যাকফুটে বিজেপি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement