সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই বলিউড জুড়ে শোরগোল নতুন ছবির জন্য নাকি অভিনেতা খুঁজছেন সলমন খান। খোদ ভাইজানই নাকি বেছে নেবেন আগামী স্টারকে। আর এই মর্মে বিজ্ঞাপন, ইমেল চালাচালিও শুরু হয়েছে সলমন খানের প্রযোজনার সংস্থা থেকে। বলিপাড়া জুড়ে এরকম বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পরই সলমনের প্রযোজনা সংস্থায় একের পর এক ফোন এবং ইমেল। উঠতি অভিনেতাদের কাছ থেকে হাজার হাজার ফোন পাওয়ার পর রীতিমতো নড়েচড়ে বসেছে সলমন খান ও তাঁর সহকারীরা। কারণ এই বিজ্ঞাপন একেবারেই ভুয়ো!
সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবির কাস্টিং নিয়ে ধোঁয়াশা নিজেই খোলসা করলেন সলমন। লিখলেন, ”সবাইকে স্পষ্ট জানানো হচ্ছে সলমন খান এবং সলমন খান ফিল্মস কোনও ছবির জন্য কাস্টিং করছে না। এমনকী, কোনও কাস্টিং ডিরেক্টর বা সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি। কোনও ইমেল বা মেসেজের উপর বিশ্বাস করবেন না। যদি এই ধরনের আচরণ কেউ করে থাকেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
View this post on Instagram
এই মুহূর্তে বিগ বস ওটিটি নিয়েই ব্যস্ত রয়েছেন সলমন খান। সঙ্গে চলছে আগামী ছবি টাইগার থ্রিয়ের শেষ পর্বের শুটিং। এরই মাঝে আপাতত, অন্য কোনও ছবিতে অভিনয় করছেন না সলমন। এমনকী, তাঁর প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও নতুন সিনেমা ঘোষণা করা হয়নি। সোশ্য়াল মিডিয়ার পোস্টে এমনটাই জানিয়ে দিলেন বলিউডের দাবাং খান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.