Advertisement
Advertisement
Salman Khan

‘অভিনেতা চাই’, ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিপাকে সলমন!

গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন সলমন।

Salman Khan warns people against fake casting; clarifies he is not casting for any film currently| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 17, 2023 2:30 pm
  • Updated:July 17, 2023 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই বলিউড জুড়ে শোরগোল নতুন ছবির জন্য নাকি অভিনেতা খুঁজছেন সলমন খান। খোদ ভাইজানই নাকি বেছে নেবেন আগামী স্টারকে। আর এই মর্মে বিজ্ঞাপন, ইমেল চালাচালিও শুরু হয়েছে সলমন খানের প্রযোজনার সংস্থা থেকে। বলিপাড়া জুড়ে এরকম বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পরই সলমনের প্রযোজনা সংস্থায় একের পর এক ফোন এবং ইমেল। উঠতি অভিনেতাদের কাছ থেকে হাজার হাজার ফোন পাওয়ার পর রীতিমতো নড়েচড়ে বসেছে সলমন খান ও তাঁর সহকারীরা। কারণ এই বিজ্ঞাপন একেবারেই ভুয়ো!

সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবির কাস্টিং নিয়ে ধোঁয়াশা নিজেই খোলসা করলেন সলমন। লিখলেন, ”সবাইকে স্পষ্ট জানানো হচ্ছে সলমন খান এবং সলমন খান ফিল্মস কোনও ছবির জন্য কাস্টিং করছে না। এমনকী, কোনও কাস্টিং ডিরেক্টর বা সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি। কোনও ইমেল বা মেসেজের উপর বিশ্বাস করবেন না। যদি এই ধরনের আচরণ কেউ করে থাকেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর প্রায় আট মাস পর সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, পোস্ট করা হল এই ভিডিও]

এই মুহূর্তে বিগ বস ওটিটি নিয়েই ব্যস্ত রয়েছেন সলমন খান। সঙ্গে চলছে আগামী ছবি টাইগার থ্রিয়ের শেষ পর্বের শুটিং। এরই মাঝে আপাতত, অন্য কোনও ছবিতে অভিনয় করছেন না সলমন। এমনকী, তাঁর প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও নতুন সিনেমা ঘোষণা করা হয়নি। সোশ্য়াল মিডিয়ার পোস্টে এমনটাই জানিয়ে দিলেন বলিউডের দাবাং খান।

[আরও পড়ুন: পাকিস্তানে আশ্রয় নিয়ে করুণ পরিণতি! গুলি করে হত্যা করা হল জনপ্রিয় আফগান গায়িকাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement